![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জুলাই আন্দোলনের সম্মুখসারির কতিপয় বীর যোদ্ধাদের কিছু বীরত্বের বয়ানঃ-
(১) "সময় টিভি আগুন লাগানোর ছবি দেখাতো। ভয়ে পহেলা জুলাই থেকে থেকে ৫ আগস্ট একদিনও দুই ঘন্টা ঘুমাইনি। VPN দিয়ে নেট চালাইতাম- যাতে ধরতে না পারে।"
(২) "আমাদের বাসার বারান্দায় দাঁড়িয়ে দেখতাম- ছাত্রদের সাথে তাদের মা-বাবা এমনকি ছোট ছোট সন্তানদের হাত ধরে মিছিলে নেমে গিয়েছে। পুলিশ র্যাব বিজিবি এমনকি আর্মিরদের সামনে স্লোগান দিচ্ছে।"
(৩) "খবরের কাগজে ছাত্রলীগ, আওয়ামী লীগের হামলার ছবি দেখে ভয়ে পেপার পড়াই বন্ধ করে দেই। আমাদের বাসার সবাই স্মার্টফোন ব্যবহার করে। স্মার্টফোন বন্ধ করে একটা এনালগ ফোন কিনে তা দিয়ে সবার সাথে যোগাযোগ করতাম। কি যে টেনশনে ছিলাম!"
(৪) "যমুনা টেলিভিশনে সব দেখাইতো, নাওয়া খাওয়া ভুলে আমরাতো টিভির সামনে থেকে উঠতামই না। তার মধ্যেই বাবুর আব্বা বের হয়ে যাইতো আর ৩/৪ টা 'পেপারের কাগজ' কিনে নিয়ে আসতো!"
(৫) "আন্দোলনের ছুতায় বুয়া জুলাই মাসে ১৩ দিন কাজে আসে নাই। তারমধ্যে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় কারেন্ট গ্যাসের প্রিপেইড কার্ড রিচার্জ করতে পারি নাই। কি যে এক্টা অবস্থা গেছে!"
(সময় টিভিতে প্রচারিত জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন শ্রেণীর মানুষের স্মৃতিচারণ)
০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:০০
জুল ভার্ন বলেছেন: নিশ্চিত, পোস্ট না পড়েই মন্তব্য করেছেন।
২| ০২ রা জুলাই, ২০২৫ সকাল ১০:৫০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জুলাই হারলে বাংলাদেশ হারবে।
০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:০২
জুল ভার্ন বলেছেন: জুলাই আন্দোলনের সমন্বয়কদের রাজনৈতিক খায়েশই জুলাই আন্দোলনের ফসল ধ্বংস করছে।
৩| ০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৭
নাহল তরকারি বলেছেন: দুই গ্রুপের দদ্বে, সাধারন পাবলিক সাফার করেছে।
০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:০৩
জুল ভার্ন বলেছেন: কোথায় দুই গ্রুপ?
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০২৫ সকাল ১০:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: লাল স্যালুট জানাই ভাল থাকবেন