![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
এই মাত্র চ্যানেল-২৪ এ ভিডিও ফুটেজটা দেখে পুরাই আতকে উঠলাম।শিবির কর্মীরা অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে।এমন সময় যাত্রীবাহী একটা লেগুনা তাদের পাশ কাটিয়ে যাচ্ছে।সাথে সাথেই শুরু হয় ধাওয়া।লেগুনা নিয়ন্ত্রন ধরে রাখতে না পেরে সামনের সাইকেলটাকে সজোরে ধাক্কা দেয়।লোকটা পুরা ফিল্মী কায়্দায় ১০-১৫ হাত দূরে ছিটকে গিয়ে পড়ে।সিরিয়াস ইনজুর্ড হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।পরে কি হল…সামনের রিক্শাটাকে দুমড়ে মুচড়ে দিল।কপাল গুণে বেঁচে যায় রিক্শাওয়ালা কিন্তু সে উঠে দাড়াঁতে পারছে না।বুঝতেই পারছেন!এত কাহিনী করেও শেষ পর্যন্ত লেগুনাটি কেটে পড়তে পারে নি।ওতপেতে থাকা হিংস্র পশুগুলো ঝাপিয়ে পড়ে লেগুনার উপর।ভিতরের মানুষগুলো যে যেভাবে পারে ছুটছে।তাদের গায়েও হয়্ত পাওয়া যাবে আঘাতের ক্ষত।সবশেষ ড্রাইভারের সাথে যা করল তা দেখে সত্যি আমি ভাষা হারিয়ে ফেলেছি…মানুষ মানুষকে এভাবে মারতে পারে!তাকে বের হওয়ার কোন সুযোগই দিল না।যার হাতে যা ছিল তা দিয়েই বেধরক পেটাতে থাকে।তার সারা শরীর ছিটতে থাকে।কিছুক্ষন পর দুইজন লোক ধরাধরি করে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে নিয়ে যায়।ব্লিডিংয়ের কারণে চেহারাটা পর্যন্ত বুঝা যাচ্ছে না!এর আরো অনেক পর ঘটনাস্থলে পুলিশ আসে।ততক্ষনে বীরপুরুষরা বেশ নিরাপদেই সটকে পড়ে।এই নিরীহ মানুষগুলোকে মেরে কি লাভ হল ব্যাপারটা কোন ভাবেই আমার বোধগম্য হচ্ছে না!আমি শিউর খোঁজ নিলে দেখা যাবে তাদের ২/৪ জন গোলাম আজম, নিজামী, সাঈদীকে চেনাতো দূরে থাক ওদের নাম পর্যন্ত শুনে নাই।তাহলে এসবের মানে কি!এগুলার দ্বারা তারা কি প্রমাণ করতে চায়!নাকি তারা কেবলই একটা প্রোপাগান্ডার আড়ালে পুরো দেশটাকেই অচল করে দিয়ে আবারো পাকিস্তান রাষ্ট্র কায়েম করতে চায়!!!কিউরিয়াস মাইন্ড ওয়াটস টু নো...
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫
শিংগারা বলেছেন: ভাইরে - জামাত, বিম্পি অথবা বাল - সবগুলাই কুত্তারবাচ্চা
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪
হৃদয় রিয়াজ বলেছেন: প্রথমত আপনাকে ধন্যবাদ ভাই।অতি ভক্তি যেমন চোরের লক্ষণ তেমনি ইসলামের নাম ভাঙ্গায়া খাওয়া জামাত-শিবিরের পোলাপাইনগো লক্ষণ।ইসলামের আড়ালে নিজেগো লেন্জা ঢাকে।এইগুলা ইসলামের শত্রু।@টাইটান ভাই
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬
htusar বলেছেন: শিবিররা ক্ষ্যাপা কুকুর হয়ে গেছে।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৯
হৃদয় রিয়াজ বলেছেন: ঠিক কইছেন ভাই।আরেক আবাল মহিলা ওয়াশিংটনে জামাইগো কাছে চিঠি পাঠাইছে!এইগুলা একটারও দেশের স্বার্থ নিয়া কোন মাথা ব্যাথা নাই…ধন্যবাদ আপনাকে।@শিংগারা ভাই
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাই।কুত্তার লগে তুলনা কইরেন না ভাই।ওগো অপমান হইব।খ্যাপা কুত্তাও তার মনীবের লগে নিমুখহারামী করে না।শালারা দেশটা নিয়া খেলা শুরু করছে…@তুষার ভাই
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪
তানভীরশাওন বলেছেন: শিবির হল মানুষ নামের পশু যারা মানুষের রুপ ধারী অমানুষ
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮
এস্কিমো বলেছেন: শিবিরে পাখা উঠছে মরিবার তরে।
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৭
মরু বালক বলেছেন:
..
..
..
..
আল্লাহ বাচাইচে!!!
তাদের হাতে লাঠি না থেকে যদি চাপাতি থাকতো, আজ অবস্থা টা কি হইত ! চিন্তা করতে পারেন !!!
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৮
অিপ্রয়ংবদা বলেছেন: ভাই আতকে তো উঠলেন তবে সব জায়গায় ঠিক ঠাক মত আতকে উইঠেন। শিবিরের লাঠির আঘাতে এই ভাবে আতকে উঠলেন আর চাপাতি দিয়ে কুপিয়ে আর গুলি করে বগুরায় চার জন জামাত শিবির কর্মীকে একেবারে মেরে ফেললো তখন কি আতকে উঠছিলেন ? স্বরাষ্ট্র মন্ত্রী যখন পুলিশ বাদ দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের শিবির প্রতিহত করতে বলেন তখন কি আতকে উঠছিলেন ? প্রকাশ্য দিবালোকে বিশ্বজিতকে যখন কুপিয়ে হত্যা করলো তখন কি আতকে উঠছিলেন ? যে পুলিশ ৫০ গজ দূর থেকে এ দৃশ্য দাড়িয়ে দেখছিলো তাকে যখন প্রেসিডেন্ট পদক দেয়া হয় তখন কি আতকে উঠছিলেন ? ২৮ অক্টোবর যখন শিবির কর্মীদের লগি বৈঠা দিয়ে মেরে লাশের উপর নৃত্য করেছিলো হায়েনা লীগ তখন কি আতকে উঠছিলেন ? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যখন রামদা, চাপাতিন ঝনঝনানিতে বন্ধ হয়ে গিয়েছিলো তখন কি আতকে উঠছিলেন ? শিক্ষকদের হায়ে হাত তুলেছিলো যখন ছাত্রলীগ তখন কি আতকে উঠছিলেন ?
আপনাদের আতকে উঠাটাও বড়ই বিচিত্র। শিবির এখন আন্দোলনে নেমেছে। তারা অনেকবার চেষ্টা করেছে অহিংস আন্দোলন করতে। আমাদের রাষ্টযন্ত্র তাদের সব চেষ্টা বিফল করে তাদের বাধ্য করেছে সহিংস আন্দোল করতে। তাও আবার সর্বোচ্চ লাঠি আর পাথর। সে সহিংসতার কিছুটা জনতার উপর পড়েছে। বাজারে আগুন লাগলে আল্লাহর ঘরেও লাগে। তবে আপনাদের একটা গ্যারান্টি দিতে পারি এই ছেলেগুলোকে নিয়মতান্ত্রিক আন্দোলন বা কর্মসূচী করতে দেয়া হোক তবে কোনদিনে এদের থেকে সহিংসতা দেখবেন না, এরা ধর্ষন করেনা, টেন্ডারবাজি করেনা, নারী নির্যাতন করেনা, এসিড মারেনা.....
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাই।আপনার সাথে একমত…@তানভীর ভাই
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫
হৃদয় রিয়াজ বলেছেন: আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার সাথে সহমত পোষণ করছি ভাই।@ এক্সিমো ভাই
১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
হৃদয় রিয়াজ বলেছেন: হুম ভাই…চাপাতি থাকলে তো পুরাই রণক্ষেত্র হয়ে যেত।ধন্যবাদ আপনাকে।@মরু বালক ভাই
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২
হৃদয় রিয়াজ বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।বুঝতেই পারছি শিবিরের প্রতি আপনার একটা সফট কর্ণার আছে।আমার ভাই এদের প্রতি কোন সিম্পেথি কাজ করে না।তাছাড়া ভাইয়া আপনি এখানে সবকিছু তালগোল পাকিয়ে দিচ্ছেন।লীগের পোলাপান যখন বিশ্বজিতকে মেরেছিল তখন নিশ্চই আমি বাহবা দেই নেই।আমার ফেবুতে সেদিনের স্ট্যাটাস গুলো ঘাটতে পারেন।আর বাকী যে পয়েন্ট গুলো টানলেন সেগুলো এই টপিকের বিবেচনায় প্রাসংঙ্গিক মনে করছি না।আর বগুড়ার কাহিনী বেশ ভালই আন্দাজ করা যাচ্ছে।তারা নিশ্চই মুখে চকলেট গুজে বসে ছিল না।একজন কনস্টেবল মারা পড়েছে।পুলিশসহ সাধারণ মানুষ আহত হয়েছে।বিশ্বজিত যতটা নিরপরাধ ছিল তারা ঠিক ততটাই অপরাধী।কি দাবীতে শিবির মাঠে নেমেছে তা আপনি অবগত কিনা জানি না।আমরা আমজনতা কখনই তাদের এ ধরনের দাবীকে সমর্থন করি না।নিজামী, সাঈদীরা তাদের বাপ লাগতে পারে কিন্তু ওরা আমাদের শত্রু।দেশের কলংক।মোবাইল দিয়ে লিখছি তাই হয়্ত আশানুরূপ ভাবে গুছিয়ে লিখতে পারিনি।ভাল থাকবেন।@অপ্রিয়ংবদা ভাই
১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫
লিঙ্কনহুসাইন বলেছেন: নো কমেন্ট আমি শিবির করি আমি ছাগু তাই কমেন্ট করে ধোলাই খাইতে চাই না ।
১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
মোমের মানুষ বলেছেন: জয় বাংলা। জয় বংঙ্গবন্ধু। ।
বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হউক। ।
নারায়ে তাকবির আল্লাহু আকবার।
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
হৃদয় রিয়াজ বলেছেন: থ্যাংক ইউ।দ্যাট্স রাইট ডিসিশান সো ফার…@লিংকন ভাই
১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
হৃদয় রিয়াজ বলেছেন: ভাল বলেছেন ভাই।এখনকার পরিস্থিতিতে টিকে থাকার নিশ্চয়তা পেতে হলে চুশীলদের মত এমন দুমুখী বা ত্রিমুখী নীতিতেই চলতে হবে...
।ধন্যবাদ আপনাকে।@মরমানুষ ভাই
১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
ডিগবাজি বলেছেন: বাংলাদেশে বেচে আছি বড়ই আশ্চর্য,
২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
হৃদয় রিয়াজ বলেছেন: একদম আমার মনের কথাটা বললেন ভাই।ধন্যবাদ আপনাকে…ওহ আপনার নামটা জোস
@ডিগবাজি ভাই
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪
টাইটান ১ বলেছেন: বিষ খাওয়া যেতে পারে তবুও জামায়াত নয়। এভাবেই তারা জিহাদ করে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে।