![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
সকাল ৮ টায় স্বাধের ঘুমের নিকুচি করে ক্লাসে কুইজ দিতে গেলাম।এত সকালে কি মাথায় কিছু থাকে? ইম্পসিবল...মানে বেসম্ভব কথা।শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা ক্লাস!পেটে এক কাপ লাল পানি আই মিন চা পরারও সুযোগ নাই।ক্লাসের পেরা শেষ করে পেট পুরে ভাত খাব বলে মনঃস্থির করে বাসার পথে হাঁটা দিলাম।এসে দেখি বুয়া নাই!!!
মেজাজটাই গেল খারাপ হয়ে।এমন সময় দিল পেমিকা/গালপ্যান্ট ফোন!কেটে দিয়ে মেসেজ পাঠালাম আমি ক্লাসে।কোন রকম ফোনটা রেখেই বলদের মত পইড়া ঘুমাইলাম।উঠতে উঠতে চারপাশে অন্ধকার। সেই সন্ধ্যা থেকে পাগলীটা ফোন করেই যাচ্ছে।পেটে কিছু পড়ে নাই বুঝতেই পারছেন কি অবস্থা!!! কিছু সময় কথা বলার পর বললাম বাসায় কাকা আছে(এইটা কিন্তু মিথ্যা না মিয়া) আমি তোমাকে পরে ফোন দিব।কিন্তু সেতো নাছোড়বান্দা!এখন কথা বলতেই হবে...সারাদিন কথা হয় নাই।পরলাম এক মছিবতে।
এই যে বারবার বুঝানোর চেষ্টা করছি কিন্তু কে শুনে কার কথা। এক পর্যায়ে আমারও গেল মেজাজ খারাপ হয়ে।ভাবলাম দেখি কতবার ফোন দিতে পারে।ফোনটা সাইলেন্ট করে টেবিলে রেখে দিলাম।কিন্তু এ কি!!!কতক্ষন পর হাতে নিয়ে দেখি ৩৭ টা মিসকল!তাও নন-স্টপ ফোন দিয়েই যাচ্ছে।আরে ভাই মোবাইলটারও তো একটা জান আছে নাকি?শেষ পর্যন্ত বেচারা এত অত্যাচার সহ্য করতে না পেরে চার্জের উপর মূত্র বিসর্জন করে নিজেই অফ হয়ে গেছে।রাগ সামলাতে না পেরে ওই ফোনটাও দিলাম অফ করে।বেশিক্ষন হয় নাই, বড়জোড় আধাঘন্টা কিন্তু প্রেমের সাথে অনশন করে আর পেরে উঠা যাচ্ছে না।মনে হচ্ছে অল্প কিছুক্ষনের মধ্যেই ফোন অন না করলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরপারে চইলা যামু!!!বলতেই হচ্ছে "প্রেম তুঁই বড়ই আজব জিনিস, তোরে নিয়াও চলা যায় না আর ছাড়াও থাকা যায় না।"
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
শূন্য পথিক বলেছেন: ভালো লাগা!!
ফুল (ছবি) দেখুন
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
হৃদয় রিয়াজ বলেছেন:
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২
হৃদয় রিয়াজ বলেছেন: মজা পাইলেন এইবার ধইন্নাটাও লন...@শাকিলা আপু@পথিক ভাই
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
তুন্না বলেছেন: প্রেম তুঁই বড়ই আজব জিনিস, তোরে নিয়াও চলা যায় না আর ছাড়াও থাকা যায় না।
ভালো বলেছেন.......
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩১
হৃদয় রিয়াজ বলেছেন: হুম আপু।ধন্যবাদ আপনাকে....
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১
শাকিলা জান্নাত বলেছেন: