নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

রাজীবের বৃন্দাবন যাত্রা এবং কিছু কথা...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪

সত্যি বলতে রাজীবের ব্লগগুলো দেখার পর ওর প্রতি আমার ততটা সহানুভূতি উতলায়ে উতলায়ে পড়তাছে না যতটা না ঘেন্না হচ্ছে শিবিরের এহেন নৃশংসতার জন্য।ওরা নিজেদের কি ভাবে?দুই একটা নাস্তিক মাইরা বেহেশতে যাইবগা?ওরা কি জিহাদের সঙ্গা জানে?এইসব কান্ড কীর্তিরে যদি ওরা জিহাদ বইলা চালাইতে যায় তাইলে ওদের মুখে আমি খারায়া মুতি।আরে ভাই আমাদের ইসলামকি এতই দূর্বল যে গুটিকতক চটি সাইজ লেখায় ভূপৃষ্ঠে পদদলিত হবে!আরব ইতিহাসের ক্রান্তি কালেও তো আমাদের ইসলাম কে কেউ মুছে দিতে পারে নাই।বুঝলাম না হঠাৎ কইরা তাদের এতো রাগই উইঠা গেল হাতপা না ভাইঙ্গা একদম সানডে মানডে কোলজ কইরা দিল!(জাস্ট কথার খাতিরে বলা।হাতপা ভাঙ্গতে উলায়া দিতাছি না)আমাদের ধর্ম নিয়া তামাশা কইরা তারা কি নিজেদের খালিদ ইবনে ওয়ালিদের " ইসলামের তরবারি" উপাধিটার দাবিদার কইরা তুলল!!!এই পোলাগুলার জন্য করুনা হয়।শেষ একটা কথাই বলতে চাই এইগুলা নিয়ে কেউ ইসলামকে দোষারোপ করলে বা মুসলিমদের পুন্দাইতে চাইলে ফলাফল ভাল হবে না।জামাত শিবির হইছে ইসলামের মূলমন্ত্র থেকে পুরাই আইসোলেটেড একটা সংখ্যালঘু হায়েনার দল যাদের কাজ হচ্ছে ইসলাম নিয়ে ব্যবসা করে বিভ্রান্তি ছড়ানো আর বিভেদ ঘটানো।মাইন্ড ইট।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

shomoyerdam বলেছেন: তা রিয়াজ সোনা তুমি কেমতে এতডা সিউর হইলা এক্কেরে যে এইটা শিবিরের কাজ
আমি নিশ্চিত এটা আভ্যন্তরীণ কোন্দল। তবে শাহবাগ থেকে ডা. ইমরান এ হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াত-শিবিরকে জড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিল। একইসঙ্গে সোনারবাংলা ব্লগের কর্মকর্তাদের গ্রেফতারের দাবি জানালো। ব্লগার থাকা যে চরম ইসলাম বিদ্বেষী তাতে সন্দেহ নেই। আর এটাকেই কাজে লাগিয়ে তাকে খুন করা হয়েছে। যাতে সন্দেহের আঙুল শিবিরের দিকে দেয়া যায়।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬

হৃদয় রিয়াজ বলেছেন: ওহ আচ্ছা…!!!তো ভাইজান আপনি কেমতে শিউর হইলেন যে ওইটা আপনার সহোদরেরা করে নাই???যতসব আবলামি।@ দাম

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫

shomoyerdam বলেছেন: "থাবা বাবা" নামে এক জঘন্য নাস্তিক ব্লগারকে আততায়ীরা জবাই করে তার বাসার সামনে রেখে গেছে। তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকে। তবে একটা ব্যপার লক্ষ্য করলাম যেসব মানুষ নাস্তিক ব্লগারদের সমর্থন করেছেন তাদের অনেকেই থাবা বাবার বিরুদ্ধে কথা বলছে। কারন এই কুকুরটি আমার নবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপুর্ন ব্লগ লিখেছিল, নবীর ব্যাঙ্গচিত্র একেছিল।

আমরা এভাবে তাকে খুন করাকে সমর্থন করিনা। তবে আমাদের দাবী, এই জানোয়ারটির যেন জানাযার নামাজ না হয়। তাকে এমনিতে মাটি চাপা দিয়ে রাখা হোক। যেই নবীর নামে আল্লাহ সমগ্র পৃথিবী উৎসর্গ করেছেন সেই নবীকে যে অপমান করে কথা বলে তার ১ বার কেন ১০০ কোটি বার জানাযার নামাজ পড়লেও আল্লাহ ক্ষমা করবেন না। এসব কুলাঙ্গার নাস্তিকদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারেনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

হৃদয় রিয়াজ বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই।তার এ ধরনের এক্টিভিটি কোন ভাবেই গ্রহণযোগ্য না।সত্যি আমাদের ধর্মীয় অনুভূতিকে নাড়া দিয়েছে।তার মানে এই না যে তাকে মেরে ফেলতে হবে!আর জানাজার ব্যাপারে কিছু বলতে চাই না।যেহেতু তার মা বাবা মুসলমান সেহেতু আমার যুক্তিতে জানাজা পড়ানোটাই উচিত হয়েছে।শেষ একটা কথা আল্লাহ্‌ তায়ালা কাকে ক্ষমা করবেন তা উনি ভাল জানেন তাই এই টাইপ কথা বলা পুরাই অবান্তর।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

অপূর্ণ রায়হান বলেছেন: বিপ্লবী জনতা , আপনাদেরকে বলিঃ

* নিজ নিজ একালায় জামাত শিবিরের লিস্ট করুন । তাদের সামাজিকভাবে বয়কট করুন । প্রয়োজনে প্রতিহত করুন । সেই লিস্ট স্থানীয় পুলিশের হাতে দিন ।

* নিজ নিজ এলাকায় জামাত শিবির বিরোধী বাঁশ ও লাঠির ক্লাব , সংগঠন গড়ে তুলুন । চাইলে গনধোলাই দিন । কিন্তু মেরে ফেলবেন না আবার ! পুলিশে সোপর্দ করুন ।

* দোকান মালিক ও ব্যাবসায়ীরা ভাইরা , চিহ্নিত জামাত শিবিরের কাছে জিনিসপত্র বিক্রি করা বন্ধ করে দিন । তাদের সাথে সকল প্রকার ব্যাবসায়িক লেনদেন বন্ধ রাখুন ।


আর মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবারও বলিঃ

ভুলে যাবেন না , আজকে যে আন্দোলন হচ্ছে , তার জন্য প্রকারান্তে আপনারাই কিন্তু দায়ী । আপনারা ক্ষমতায় আছেন , আপনারা সরকার – নিয়ন্ত্রণ করেন সমগ্র বাংলাদেশ , সেখানে এরকম একটা হটকারী সিদ্ধান্ত হল , সেটার দায় কি আপনাদের না ? এতো কিছু হয়ে যাচ্ছে , জনগণ আপনার সাথে আছে , তারপরেও যদি আপনি ও আপনার প্রশাসন ত্বরিত ব্যাবস্থা নিতে ইতস্তত করে , তাহলে বুঝতে হবে আপনাদের মাঝেই ঘোল রয়ে গেছে । এখনও সময় আছে । সময় থাকতে থাকতে জামাত শিবিরের বিরুদ্ধে জনগনের রায়ে সাড়া দিয়ে অতি সত্বর কঠিন পদক্ষেপ নিবেন আশা করি ।

আর , শাহবাগ , প্রজম চত্বর , তোমাকে বলিঃ

অনেক হয়েছে । শাহবাগ থেকে আল্টিমাটাম চাই । আল্টিমেটাম দেওয়ার সময় হয়ে গেছে । আর কোন বিপ্লবী ভাইয়ের লাশ দেখতে চাই না ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

হৃদয় রিয়াজ বলেছেন: সহমত ভাই।মেঘে মেঘে অনেক বেলা পাড় হয়ে যাচ্ছে।ধন্যবাদ আপনাকে।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

মিশনারী বলেছেন: আল্লাহ ও রাসুলকে গালি দিলে আপনার গায়ে লাগে না, আর জামাত শিবির তাকে নাস্তিক বলেছে এবং মেরে ফেলেছে সেইটা নিয়ে আপনার মাথা ব্যাথা । এইটা মাথা ব্যাথা নিয়ে আপনাকে আখেরাতে উঠার সুযোগ করে দিক । আমীন ।


"এক রাজীব লোকান্তরে, লক্ষ রাজীব ঘরে ঘরে"।
"এক নাস্তিক লোকান্তরে, লক্ষ নাস্তিক ঘরে ঘরে"।

জামাত শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়।
জয় বাংলা।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

হৃদয় রিয়াজ বলেছেন: অনেকটা ত্যানা পেচানো টাইপ মন্তব্য হয়ে গেল না?বিষয়্বস্তু বুঝার চেষ্ঠা করুন।সর্বোপরি আমি একজন মুসলিম, ধর্ম আর আখিরাত বিষয়্টা ভালই মাথায় আছে।ধন্যবাদ আপনাকে।ভাল থাকবেন ভ্রাতা…@মিশনারী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.