![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
আমি ব্যক্তিগতভাবে কোন আন্দোলনেরই শতভাগ সাফল্য কামনা করি না।বিভিন্ন দিক বিচারে দিনশেষে শাহ্বাগ আন্দোলনের পজেটিভ দিকগুলো নিয়েই সন্তুষ্ট থাকতে চাই।মানুষ ভুল থেকে শিক্ষা নেয়।আমাদের ও উচিত এইখান থেকে ভুলগুলো শুধরে নিয়ে ভবিষ্যতে জাতীয় কোন ইস্যুতে বড় আন্দোলনে যাওয়া।সেদিক থেকে বলতে গেলে আমি প্রথমেই বলব যে ব্যাপারগুলো আমাদের মাঝে বিভেদ ঘটাতে পারে সেগুলো থেকে আগে বেরিয়ে আসতে হবে।এই আন্দোলনের কথাই ধরা যাক, ধর্ম নিয়ে যদি এরকম জঘন্য ভাষায় লেখালেখি না হত বরং গঠনমূলক সমালোচনা হত তাহলে আজকে জামাত-শিবির এখানেই বোল্ড আউট হয়ে যেত।নাস্তিকদের আন্দোলন আখ্যা দেবার কোন সুযোগই পেত না।আমরা ৯০ ভাগ মুসলিমের দেশের বৃহত্তর আলেম সমাজের সমর্থন পেতাম।কিন্তু আমরাই ধর্মের গায়ে পেশাব করা শয়্তান গুলোকে মুক্তমনা টাইটেলের আড়ালে লুকিয়ে রেখে নিজেদের পায়ে কুড়াল মেরেছি।তুমি ধর্ম মানলে মান না মানলে নাই,বিশ্বাস করলে কর না করলে নাই সেখানে তো কারো সমস্যা নাই কিন্তু মানুষের ধর্ম নিয়ে কেন বাদর নাচে মেতে উঠবা!এগুলো কি সাম্প্রদায়িক দাঙ্গাকেই উস্কে দেয় না??নাস্তিক হলেই যে অন্যের ধর্মকে সম্মান দেখান যাবে না এমন কোন কথা আছে!কই স্বাধীনতার এই ৪০ বছরে মুসলমানদের সাথে হিন্দু বা খ্রীষ্টানদের কোন সাম্প্রদায়িক দাঙ্গার উদাহরণ দেখাতে পারবেন?পারবেন না তার কারণ ওরা একে অন্যের ধর্মের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল।যাক এসব নিয়ে নতুন করে কিছু বলতে চাই না।একজন উদীয়মান ব্লগার হিসেবে নয় ভাইয়ের দাবী নিয়ে সব ব্লগার এক্টিভিস্ট ভাইদের প্রতি অনুরোধ রইল জাতির বৃহত্তর কল্যানের স্বার্থে বিষয়্গুলো বিবেচনা করে এদের নীতিগতভাবে বর্জন করুন এবং ভবিষ্যতে পূর্ন শক্তি নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি গ্রহন করুন।সমগ্র জাতি আজ আপনাদের দিকে তাকিয়ে।এই প্রজন্ম চত্বরে যে আগুনের স্ফূরন আপনারা ঘটিয়েছেন তা শিখা চিরন্তনের মতই ইনফিনিটি সময়ের জন্য দাউ দাউ করে জ্বলতে থাকবে এ আমার দৃঢ় বিশ্বাস।জনতার আন্দোলন চলছে, চলবে।জয় বাংলা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
হৃদয় রিয়াজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
ওছামা বলেছেন: দেশের প্রবীনরা তরুদের অকর্মা বলছে বলে, তাই শূধু নিজেদের কর্মা প্রমান করার জন্যে নামকা-ওয়াস্তে আন্দোলোন করা উচিত না।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
হৃদয় রিয়াজ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই।দুঃখিত সহমত হতে পারলাম না।অকর্মা আজকে থেকে বলছে না সেটা বহু আগে থেকেই চলে আসছে।যদি সেজন্যই হত তাহলে আরও আগেই একটা কিছু হত।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
স্বপ্নের মানুষ বলেছেন: ধন্যবাদ
আশা করি এইখানে লিখবেন
চ্যাট, ব্লগ, ফোরাম