নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

ব্যাক্তিজীবনে শাহবাগীয় প্রভাব ও অর্জন সমীক্ষাঃ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

১।আমি অভিনীত পাগলি পরিচালিত সাড়া জাগানো বাংলা সিনেমা "প্রেম বড় না শাহবাগ বড়"(বেচারির উপর অনেক অন্যায় করা হইছে।এই মাসে মাত্র ২ দিন দেখা হইছে!)



২।আমি নিবেদিত আম্মা পরিচালিত টেলিছবি "শাহবাগ-the red alert"(ঘন্টায় ঘণ্টায় খালি ফোন দিয়া জিগায় কই আছি!)



৩।আমাকে উৎসর্গ করে প্রথম বিদ্রোহী কবিতা "সামনে তোর পরীক্ষা শালা, , ,পড়িস নাই তুঁই একটু ভালা, , ,দৌড়ে পালা দৌড়ে পালা"(রবিবার থেকে মিডটার্ম, কুইজের কথা নাই বললাম(!) অবস্থা পুরাই লাল সুতা)



৪।এই প্রথম আমার উপর আন্তর্জাতিক অবরোধ জারি।শাহবাগ চিন্তা মাথা থেকে না নামালে টেংরি ভাইঙ্গা ফালানোর হুমকি!(রীতিমত শাহবাগ যাওয়া হচ্ছে জানতে পেরে বাপ বিদেশ থেকে ফোন করে উদ্বেগ জানায়)



৫।শারীরিক অবস্থা শান্তিতে নোবেল পাওয়ার ইঙ্গিত দিচ্ছে!মালালা গুল্লি খাইয়া নাম লেখাইতে পারলে এই এত বড় অসহিংস আন্দোলনের সাথে যুক্ত থেকে অসুস্থ হয়ে আমি কেন পামু না???মজ্জা লস!!!(শরীরের অবস্থা ভাল না।কঠিন insomnia তে ভুগছি।খাওয়ায় চরম অনিয়ম হচ্ছে।ওজন কয়েক কেজি ফল করছে সন্দেহ নাই!)



এছাড়াও ছোটখাটো তাৎপর্যপূর্ণ আরও কিছু অর্জনের খাতায় যোগ হয়েছে এবং বরাবরের মতই আকাশে হতাশার মেঘ দেখা যাচ্ছে।আসন্ন অবধারিত বিপদ নিয়ে বড়ই উদ্বেগের সাথে দিন যাপন করছি।যেকোনো সময় গণজাগরণের ডাক আসতে পারে, কোথায় পালাব তা নিয়েই ব্যস্ত সূচি কাটছে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

নায়করাজ বলেছেন: ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন।

Click This Link

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

হৃদয় রিয়াজ বলেছেন: ভাই এমনিতেই অবাক থেকে স্বাভাবিক হইতে পারছি না।এইবার ক্ষেমা দেন।বাই দ্যা ওয়ে ধন্যবাদ আপনাকে :)

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++ কেমন আছেন ভ্রাতা ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।এইতো চলছি আরকি...বেঁচে থাকার তাগিদে।আপনি কেমন আছেন?

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

মুক্তকণ্ঠ বলেছেন: জয় বাংলা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

হৃদয় রিয়াজ বলেছেন: জয়য়য়য়য়য় বাংলা...ধন্যবাদ আপনাকে :)

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

পুংটা বলেছেন: ভাইরে... আমার ঘরে তো এখন আন্দোলনের ভাষায় কথা হয়। B-)) যেমন-

খাবার সময় হলে বউ বলছে... “চলো চলো, খেতে চলো”

খাওয়ার সময় বিড়াল ম্যাও ম্যাও করলে তাকে বলা হচ্ছে.... “ম্যা ম্যা করিস না, পিঠের চামড়া থাকবে না”

চা চাইলেই বুয়া রান্না ঘরের দিকে যেতে যেতে হাক দিচ্ছে...... জ্বালো জ্বালো, আগুন জ্বালো

জোস একটা সংসার আমার :-P

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

হৃদয় রিয়াজ বলেছেন: হা হা হা কি কন ভাই!ব্যাফুক বিনুদন পাইলাম।আপনার প্রজন্ম চত্বরের জন্য দোয়া রইল B-) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.