![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
শাহ্বাগ আন্দোলনটাকে একজন ক্যান্সার আক্রান্ত রোগীর মতই তিলে তিলে গলা টিপে হত্যা করা হচ্ছে।আমরাও যেন প্রাপ্তি ব্যর্থতার হিসাব কষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবেই কবর খোড়া শুরু করে দিয়েছি!হায়রে বাঙ্গালী…কিছু কিছু মানুষের চেতনা এত সহজেই শেষ হয়ে যায় আজকের দিনটা না আসলে জানা হত না।তাদের কাছে চেতনাটা হয়্ত সেক্স উঠার মতই সাময়িক উত্তেজনা(!)আজ অনেকটা হতাশ হয়েই লক্ষ্য করলাম যেসব সো কল্ড বিপ্লবী চুতিয়া মুখগুলো জাগরনচত্বরে কেউ একটা পাদ দিলেও ফেবুপাড়া গরম করে ফেলত তাদের বেশির ভাগই রসালো, মাঞ্জা মারা সব টপিক নিয়ে মেতে উঠেছে!কেউ কেউ অনন্ত জলিলের পাছায় আঙ্গুল দিয়ে তা নাক দিয়ে শুকবার পুরনো কাজে ফিরে গেছে।আর পেইজ গুলোর কথা নাই বললাম।তারা ১৮+ সব পেইজের বিঞ্জাপণ মহারণে ব্যস্ত।এত সবকিছু ছাপিয়েও দিনশেষে যারা কাজের কাজটি করে যাচ্ছেন তাদের জানাই লাল সালাম।লড়াইটা চালিয়ে যান ভাই।একজন যোগ্য সহযোদ্ধা হতে না পারলেও নিজের অবস্থান থেকে যতটুকু পারি সহযোগিতা অব্যাহত রাখব কথা দিলাম।সবশেষে ওইসব মানসিক অটিজমে ভোগা লোকগুলোর জন্য রইল করুনা।তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাইঃ
*পরিবর্তন/বিপ্লব সহসা আসে না, জোর করে ছিনিয়ে আনতে হয় যেমন করে ফিরে এসেছে ৭১ এর জয় বাংলা…
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
+++++++++++++++++++
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাই…@মশিকুর ভাই
আপনাকেও অনেক ধন্যবাদ ভ্রাতা, ভাল থাকবেন @বাপ্পী ভাই
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
মশিকুর বলেছেন:
ধন্যবাদ। চালিয়ে যান