![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
মানুষের লজ্জাশরম আজকাল পশ্চাৎদেশ দিয়া বায়ুর সাথে শুন্যে মিলিয়ে যাচ্ছে নাকি!!!মুশফিক তো ভয়ানক তথ্য দিল।আমরা সবাই জানি আমাদের লিটলম্যান ডাবল সেঞ্চুরি করায় ক্রিড়া প্রতিমন্ত্রী তাকে ৪ লাখ এবং আশরাফুলকে ৩ লাখ করে টাকা দেবার ঘোষণা দিয়েছেন।
ঘটনা হইছে অন্য জায়গায়, উনি নাকি ওয়েস্ট-ইন্ডিজ সিরিজে ভাল করায় এনামুল ও আবুল হাসানকে পুরস্কার দেবার কথা বলে যে ঢোল পিটাইছিলেন তা বদহজমের সাথে বের হয়ে গেছে।আর সে ঢোল ও ভেঙ্গে গেছে।ইতোমধ্যে হয়ত এই ভাঙ্গা ঢোল দিয়ে তরকারি রান্না করে খেয়েও ফেলেছেন!এই মুহূর্তে সাকা চৌধুরীর একটা কথাই মাথায় বারবার ঠুয়া মারছেঃ
মাননীয় পাঠকবৃন্দ, এটা জেনে আমিতো পুরা চুদনা হয়ে গেলাম!!
ছিঃ আমি ঘৃণা প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি।প্রতারনার জাল শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকেছে ভেবে দেখেছেন???
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১
হৃদয় রিয়াজ বলেছেন: আর বইলেন না ভাই।চান্দি গরম হয়ে গেছে।কোথায় আছি আমরা!!!ধিক...ধন্যবাদ আপনাকে।
২| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭
তিক্তভাষী বলেছেন: ক্রীড়া প্রতিমন্ত্রী একজন রাজনীতিবিদ। তার দেয়া সব প্রতিশ্রুতিই হচ্ছে রাজনৈতিক প্রতিশ্রুতি, ওগুলো পূরণ না করলেও চলে। এতো অবাক হবার কী আছে?
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
হৃদয় রিয়াজ বলেছেন: তাই বইলা প্লেয়ারগো লগেও রাজনীতি আরম্ভ করব!!!এত দিন পুকুর চুরির গল্প শুইনা আইছি, এইটা দেখি সাগর চুরি!!!ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬
সালেহিন০০৭ বলেছেন: কত রকম চোর যে দেখবো। আমার তো মনে হচ্ছে ওয়েস্ট-ইন্ডিজ সিরিজে ভাল করায় এনামুল ও আবুল হাসানকে পুরস্কার দেবার কথা বলে অই টাকা গুলো চুরি করেছে প্রতিমন্ত্রি।
ভাই আমরা জতই চুদনা হয়ে যাই তাতে চোর গুলর কিছুই হবে না। চোর চোর ই থাকবে।