![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
পাকিস্তানি গোয়েন্দাসংস্থা আইএসআই নাকি জামাতিদের তলে তলে সহযোগিতা দিচ্ছে!বড্ড হাসি পাইল।শালার পোলারা নিজের পাছার নিরাপত্তা দিতে পারে না অহরহ মারা খাইতাছে আর এখন এই খাটাশগুলা নিজেদের লিঙ্গ থেকে বহু আগেই খৎনা হয়ে যাওয়া জারজগুলারে বাঁচাইতে ফাল পারতাছে!সাথে নাকি তুরস্কের মাগীর দালালগুলাও মদদ দিতাছে।
চান্দুরা এইটা ফাকিস্তান না যে রাস্তার পাশে বোমা পুইতা পুইতা রাখবা আর মানুষগুলা তোগো কুত্তা বিলাইয়ের লাহান মরব!!!এই দেশে বসবাসকারী প্রতিটা বাঙালি তাদের আত্মসম্মানবোধকে জীবনের চাইতেও বেশি দাম দেয়।তা মাত্র ৪২ বছরের ব্যাবধানেই ভুইলা গেলি?তোরা যদি মনে করছ তোদের এইসব কান্ডকীর্তি দেইখা এই ২০/২৫ বছরের পোলাপানগুলা ঘরের কোণায় আশ্রয় খুজবে কিংবা প্রেমিকার শাড়ির আঁচলে মুখ লুকাবে তবে তোরা মুতের সাগরে হাবুডুবু খাচ্ছিস।
৫২, ৭১ কে একটু কষ্ট করে মনে করার চেষ্টা কর।কি দেখছিস?রফিক-জব্বার নাকি হামিদুর-মতিউর?? তারাও কিন্তু তখনকার টগবগে তরুন ছিল।সময়ের প্রয়োজনে, স্বাধীনতার ডাকে তারা ঠিকই মায়ের বুক চিড়ে, বাবার শাসনের শিকল ছিন্ন করে বেরিয়ে এসেছিল।মনে করিয়ে দিচ্ছি, আমরা কিন্তু তাদেরই সন্তান।একবার যখন ঘর থেকে বের হয়েছি তখন খেলা শেষ না করে আর ফিরছি না।সময়মত প্রীতম ভাইয়ের আবার একাত্তর কিংবা সহযোদ্ধাদের হুইসেল শুনলেই দলে দলে বেরিয়ে আসব।
***জনতার সংগ্রাম চলছে, চলবে...জয় বাংলা***
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
হৃদয় রিয়াজ বলেছেন: আপনাকে হাসাতে পেরে ধন্য।ধন্যবাদ
২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭
আমি ব্লগার হইছি! বলেছেন: সুন্দর লিখেছেন।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৩
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৮
রাতপাখি বলেছেন: হাসি পাইলো
Click This Link