![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
পড়াশোনা ভাল লাগে না, ফাঁকিবাজি করি।
ঘুম আসে না, নিশাচর জেগে রই।
বৃষ্টি মন ছুঁয়ে যায় না, দিয়ে যায় তাচ্ছিল্যের হাসি।
কবিতা পারি না, ছেঁড়া কাগজে এলোমেলো বাক্য ছুঁড়ি।
ভালবাসতে জানি না, মাতি বিরহের খেলায়।
আলো আমার চোখ ঝলসে দেয়, অন্ধকারকে ভয় পাই।
আনন্দ বিলাতে পারি না, বিরক্তির বিষপান করাই।
ভবিষ্যৎ নিয়ে ভাবি না, অতীত আঁকড়ে পড়ে থাকি।
বেঁচে থাকার মানে পাই না, মৃত্যুর রেসিপি খুঁজে বেড়াই।
২৬ শে জুন, ২০১৩ সকাল ৯:৫১
হৃদয় রিয়াজ বলেছেন: লুল!!! ঘুম আসতেছিল না তাই একটু আবলামি করলাম
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৩ সকাল ১০:১১
অপূর্ণ রায়হান বলেছেন: ফাঁকিবাজি কবিতা
+++++