![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
সুখ সন্ধানী
সুখ চাই...এক টুকরো সুখ,
সুখের নেশায় আমি সর্বভুক।
অহরহই গিলছি তাই দুঃখের হেমলক।
অন্ধকার হাতড়ে দিচ্ছি পাড়ি অজানায়।
যেথায় সুখ আছে স্ব-মহিমায়।
বরাবরই খাচ্ছি হোঁচট, ভাঙছি অহর্নিশি।
আজও আমার হয়না পাওয়া সুখ অভিলাষী।
সময়টা বোধ হয় থমকে গেছে,
সূর্যি মামা মুখ ঢেকেছে।
মেঘ জমেছে মনের আকাশে।
তবুও আমার হয়না বুঝা,
সুখ...!!! সে তো মরীচিকা।
২| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১০
হৃদয় রিয়াজ বলেছেন: নিতান্তই এই অধমকে ধন্য করার জন্য কৃতজ্ঞ দাদা। ভালো থাকবেন সবসময়
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪
সুপান্থ সুরাহী বলেছেন:
ভাল লাগল আপনার কবিতা...
ধন্যবাদ...
বরাবরই খাচ্ছি হোঁচট, ভাঙছি অহর্নিশি।
আজও আমার হয়না পাওয়া সুখ অভিলাষী।
লাইন দুটো মনে ধরেছে...