![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
একদা এসেছিলেন হবু শাশুড়ি,
মুচকি হেসেছিল ইট-কাঠের নগরী।
একটু দেখা করে যাও না প্লিজ,
করেছিল প্রেমিকা পিড়াপিড়ি।
নিরুপায় ঢুক গিলিতেছিল বেচারা।
খুনসুটি হয়ে যায় ঝগড়াঝাঁটি,
খেয়ে যায় পেরা ছেলেটি।
মিডের আমলনামা দেখতে যাবে হায়
এমন সময় কি এইসব শোভা পায়?
অবশেষে হয়নি যাওয়া, হয়নি দেখা করা,
এই নিয়ে তাই প্রেমিক খেল যে রামধরা।
শাশুড়ি রাগিয়া কহে ওহে গোবর্ধন,
মেয়ে পাবি না তুই আর খবরদার।
অসহায় তাকিয়ে প্রেমিকার আঁখিপানে
আমি কিছু জানি না, মা সব জানে।
করিল প্রস্থান ভাবলেশহীন ভেংচি কাটে।
অবিশ্বাসের দৃষ্টিতে প্রেমিক, চেয়ে থাকে।
২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪
হৃদয় রিয়াজ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬
আমি অপদার্থ বলেছেন: