নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

হাসির বাক্স ( পর্ব-১)

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

[এক]

আমাদের গ্রামের বাড়ির সিদ্দিক কাকা। মারাত্মক সিনেমাখোড় একজন লোক। উনি দুইবেলা না খেয়ে থাকতে পারেন কিন্তু দিনে কমপক্ষে একটা বাংলা সিনেমা না দেখে থাকতে পারার কথা ভাবতেই পারেন না। সালটা ১৯৯৫/৯৬ এর দিকে। সিদ্দিক কাকা একাই শহরে চলে এসেছেন হলে গিয়ে সিনেমা দেখতে। তো টিকিট কেটে রংমহল সিনেমা হলের ১ নম্বর গেইট দিয়ে ঢুকবেন মাত্র,



- বাইয়ে আপনের টিকেটটা দেন দেহি।

- ওই ব্যাডা। সাবধানে মাত। আমার টিহেট তুমারে দিমু কেন?

- আরে আমি টিকেট চেকার (বলে এক রকম জোর করেই সিদ্দিক কাকার কাছ থেকে টিকিটটা ছিনিয়ে নিয়ে অর্ধেকটা ছিড়ে রাখল)

- (সিদ্দিক কাকা রাগে গড়গড় করতে করতে) কিরে ফহিন্নীর পুত তুই আমার টিহেট সিড়লি!! এউডা কি তোর বাফের টেহার কিনা আসিল নি???

- আপনে বাই ব্যাপারটা বুঝতেই আচেন না।

- রাখ ব্যাডা তোর ব্যাফারস্যাফার। আইজ তোর একদিন কি আমার একদিন।



লেগে গেল ধুন্ধুমার। এদিকে ততক্ষণে ম্যাটিনী শো এর সমাপ্তি।



[দুই]

মারামারি শেষে সিদ্দিক কাকা এবার বেশ ক্লান্ত। ভাবছেন কোন রেস্টুরেন্টে গিয়ে পেট পুরে খেয়ে নিলে মন্দ না। যেই কথা সেই কাজ। ব্যস্ত শহরে রেস্টুরেন্ট খুঁজে বের করতেও বেগ পেতে হয় নি। গিয়েই পিছনের টেবিলটায় বসে পড়লেন।



- এইযে বাইয়ে একটু এইদিক আহেন।

- কি খাইবেন কন।

- বাত দিয়া খাওনের কিতা আসে?

- গরু, মুরগি, খাসি, কাচকি মাছ। কোনডা দিমু হেইয়া কন।

- (নাহ সিদ্দিক কাকার মনে হয় মেনু পছন্দ হয় নাই) উঠে যাচ্ছেন।

- (এমন সময় কৌশলে বেয়ারা বলল) আরে ভাই খাইয়া যান। মামলেট আছে।

- মামলেট!! (এইডা আবার কি! নতুন জিনিস। খাইয়াই যাই…মনে মনে ভাবল) টিক আসে বাইয়ে তয় মমলেটই দেইন।

- বেয়ারা মামলেট নিয়ে আসল।

- হালার বৈদা…শহরে আইয়া অইলি মমলেট!! (সিদ্দিক কাকা চিৎকুর দিয়ে উঠলেন।



কি আর করা অর্ডার যেহেতু করেই ফেলেছেন তাই শেষ অবদি বেচারা কে খেয়েই উঠতে হল।



চলবে...

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

মিস্টার হাইড বলেছেন: বালের জুক্স

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

হৃদয় রিয়াজ বলেছেন: প্রথমত কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। একটি লেখা সবার ভাল লাগবে সে বিবেচনা করে আমি পোস্ট দেই না। তাই আপনার খারাপ লাগাকে আমি সম্মান জানাই। আমি বিশ্বাস করি ব্যবহারেই বংশের পরিচয়। ধন্যবাদ।
আরেকটি কথা…পোস্টটি কিন্তু ৫ জন ফেসবুকে শেয়ার করেছেন। ভাল থাকবেন।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

তেপান্তর মন বলেছেন: বালের জুক্স

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০

হৃদয় রিয়াজ বলেছেন: প্রথমত কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। একটি লেখা সবার ভাল লাগবে সে বিবেচনা করে আমি পোস্ট দেই না। তাই আপনার খারাপ লাগাকে আমি সম্মান জানাই। আমি বিশ্বাস করি ব্যবহারেই বংশের পরিচয়। ধন্যবাদ।
আরেকটি কথা…পোস্টটি কিন্তু ৫ জন ফেসবুকে শেয়ার করেছেন। ভাল থাকবেন।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

খেয়া ঘাট বলেছেন: আমার মনে হলো এইগুলো পড়ার চেয়ে মনে হয় মুখে শুনেই বেশি মজা।
অনেকটা স্টান্ডআপ কমেডি'র মতো।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: হাসির বাক্স চলুক --- সিদ্দিক কাকুর গপ চলুক -------- পড়ে মজা পাইতাছি :)

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মোটামুটি লাগলো।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

হৃদয় রিয়াজ বলেছেন: খেয়াঘাট আপুর সাথে সহমত। তবুও লেখনীর দ্বারা প্রকাশ করার ক্ষুদ্র একটি প্রয়াস ছিল আরকি। স্টাইলটা একটু চেঞ্জ করে দেখি কি দাড়ায়। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়…

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩০

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই। আপনাদের ভাল লাগাই লেখার বাড়তি অনুপ্রেরনা যোগায়। ব্লগে স্বাগতম। ভাল থাকবেন সব সময়। মোবাইল দিয়ে ঢুকায় ডিরেক্ট রিপ্লাই দিতে পারছি না বলে দুঃখিত।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৪

হৃদয় রিয়াজ বলেছেন: @ইরফান আহমেদ, ধন্যবাদ ভ্রাতা। নেক্স্ট টাইম আই উইল ট্রাই মাই বেস্ট। ভাল থাকবেন।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

স্বপনচারিণী বলেছেন: হুম!!! মন্তব্যগুলোতে বেশি মজা পেলাম। এটা আগে পড়ে নিলাম। এখন বাক্স -২ পড়বো। শুভ কামনা।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারিনী আপুকে। আপনার ভাল লাগায় আনন্দিতবোধ করছি। ভাল থাকবেন।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

আম্মানসুরা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: আমার মনে হলো এইগুলো পড়ার চেয়ে মনে হয় মুখে শুনেই বেশি মজা।
অনেকটা স্টান্ডআপ কমেডি'র মতো।

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১২

হৃদয় রিয়াজ বলেছেন: আম্মানসুরাকে ধন্যবাদ। সহমত আপনার সাথে। তবুও একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.