নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

সামুর সাথে চলতি মাস:: যেন এক গভীর প্রেমের উপাখ্যান :-B B-)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

এবারের সেমিস্টার ব্রেকের পুরো ১৫ দিন সামু মামুর সাথেই বেশ পেয়ার মহব্বত করে কাটিয়ে দিলাম। বাসায় গেলেও মোবাইল দিয়ে ঠিক ব্লগিং চালিয়ে গেছি এবং আগ্রহ আর বিরক্তির মিশেলে নতুন এক অভিজ্ঞতা অর্জন করেছি। মোবাইল দিয়ে রাইট বাংলাতে টাইপ করে এত বড় বড় পোস্ট দেয়া!!! ওহ মাই গড আগে ব্যাপারটার কথা চিন্তায় আসলেই কেমন ভিমরি খেয়ে ঝিমিয়ে যেতাম। অথচ গত কয়দিনে এই কাজটাই করে গেছি অনায়াসে। যার দরুন পোস্ট আর্কাইভে গেলেই দেখতে পাবেন এই মাসের আজঅব্দি ইতোমধ্যেই ১২ টি পোস্ট হয়ে গেছে। এটা নিয়ে ১৩ টি। যা কিনা আমার গত প্রায় এক বছরের ব্লগিং ইতিহাসের মাসিক হিসাবের তালিকায় সর্বোচ্চ। এবার সেগুলো একটু পর্যালোচনা করা যাক।



প্রথমেই বলব "হাসির বাক্স" ধারাবাহিকটির কথা। এরকম কৌতুক নির্ভর রচনায় আমি একদমই নবীন বলতে হবে। এটাই আমার প্রথম ধারাবাহিক যার পুরো কাহিনী গড়ে উঠেছে 'সিদ্দিক কাকা' নামে এক আকর্ষণীয় চরিত্রকে কেন্দ্র করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এ চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা এখনঅব্দি প্রায় সবগুলো ঘটনাই বাস্তবে ঘটে যাওয়া এমনকি কিছু কিছু আমার নিজ চোখে দেখা। ধারাবাহিকটির তিনটি পর্ব সম্পন্ন করেছি। হাসির বাক্স ( পর্ব-১), হাসির বাক্স (পর্ব-২), হাসির বাক্স (পর্ব-৩)

আরও চালিয়ে যাবার ইচ্ছা আছে।



তারপর আসা যাক, স্টারপ্লাস দেখুন…পুরস্কার জিতুন!!!

শিরোনামে লেখা বাস্তবতা নির্ভর গল্পটিতে। মোবাইলে তুলেছি বিধায় ছোট ছোট প্যারা করে নাম্বারিং করে সিকুয়েন্স সাজিয়েছি। তা না হলে রাইট বাংলা থেকে কপি করে আনার ক্ষেত্রে তালঘোল পেকে যায়। অনেক সময় দেখা যায় লেখা মুছে যায়। তাই দেখতে চোখে লাগলেও এভাবেই লিখতে হয়েছে। এই গল্পটিও পুরোপুরি সত্য ঘটনার উপর দাঁড়িয়ে এগিয়েছে। যা পাঠক সহজেই বুঝতে পারবেন আশা রাখি। সবশেষে ইন্ডিয়ান চ্যানেলগুলোর আগ্রাসন রোধে একটি কার্যকরী পদক্ষেপের অভাববোধকেই হাইলাইট করার চেষ্টা করেছি।



আমরা আসলেই গরু

এই লেখাটিতে গরু রুপকের আড়ালে আমাদের প্রতিবেশী তথাকথিত বন্ধুরাষ্ট্র ভারতের কাছে আমাদের জিম্মিদশা এবং সীমান্তে ঘটে যাওয়া বর্বরতাকে ইঙ্গিত করার চেষ্টা করেছি। অতিসম্রতি ফেলানীর রায় নিয়ে সাজানো নাটকের প্রতি তীব্র ধিক্কার এবং মানসিক অসস্থির তাড়নাই মূলত এটি লেখার পিছনে শক্তি যোগিয়েছে।



লুলু প্রেমিক - একটি চলমান সংকট

এক ফাজিলের প্রতি বেসম্ভব বিরক্ত হয়ে মনের দুঃখে এটি লিখে ফেলেছি। সে বেশ কদিন যাবত বিভিন্ন লুতুপুতু টাইপের মেসেজ দিয়ে আমার দশটা না পাঁচটা না একমাত্র গার্লফ্রেন্ড থুক্কু বউ (গার্লফ্রেন্ড বললে রাগ করে :D B-)) কে ডিস্টার্ব করে আসছিল। ওটারে সাইজ করার কিছু পরামর্শ নেয়াই ছিল এই পোস্ট এর মূল উদ্দেশ্য। আশা করি পড়ে মজা পাবেন :P



পাগলের পাগলী (প্রথম পর্ব)

সবশেষ গতরাতে এই লেখাটি তুলে ফেললাম। এটা আমার আর আমার পাগলীর রোজকার ঘটে যাওয়া রসায়নগুলোর মধ্যে মনে বারি দেয়ার মত একটি। সুক্ষভাবে দেখলে গল্পটিতে পেরা আর ভালবাসার অদ্ভুত এক মিশেল পাওয়া যাবে। আশা রাখি খুব শীঘ্রই গল্পটির শেষ পর্ব নিয়ে হাজির হব।



তাছাড়া এ মাসে বেশ কিছু কবিতাও লিখে ফেলেছিলাম। থাক ভয় পাইছি ভাই। এইদিকে আমি একেবারেই নাদান শিশু। তাই আর লিঙ্ক দেবার ধৃষ্টতা দেখালাম না :D ;)



সবশেষে বলব লেখার মান নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে এবং সেটা আমি বেশ বিনয়ের সাথেই মেনে নিচ্ছি। সত্যি বলতে আমার উদ্দেশ্য হচ্ছে লেখাটা কন্টিনিউ রাখা। আমি মনে করি যত বেশি লিখতে পারব হাতের জড়তা ততই কাটবে যেহেতু আমি কোন জাত লিখিয়ে নই। এ কাজটি ভালভাবেই চালিয়ে যেতে পেরে আমি বেশ আনন্দিত। সাথে অনেকের সাজেশনস, উৎসাহ, তাদের ভাললাগা-মন্দ লাগার ক্ষেত্রগুলো সরাসরি জানতে পারাটাও আমাকে বেশ সমৃদ্ধ করছে। পাশে থাকবেন সবাই। কষ্ট করে পড়ার জন্য এত্ত গুলো ধন্যবাদ :P :P B-)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

বইয়ের পোকা বলেছেন: সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ////////////

আমার পোস্ট ফ্রন্ট পেজে আসে না কেন? আমি সেইফ আসছি কিন্তু পোস্ট করলে ফ্রন্ট পেজে দেখা যায় না। অনেক দিন ধরে এই প্রবলেম।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

হৃদয় রিয়াজ বলেছেন: কি কন!!!! এমন তো হওয়ার কথা না #:-S #:-S

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

খেয়া ঘাট বলেছেন: মোবাইল দিয়ে রাইট বাংলাতে টাইপ করে এত বড় বড় পোস্ট দেয়া!!

কী বলেন? মোবাইলে লিখে পোস্ট। বড় কঠিন কাজ।

আপনার ব্লগীয় বৃত্তান্ত পড়ে ভালো লাগলো। নতুন ফেবু বন্ধু ধন্যবাদ,

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১

হৃদয় রিয়াজ বলেছেন: হুম ভাই আর বলবেন না। গত ৯ তারিখ পর্যন্ত বাসায় ছিলাম বিধায় এই ঝামেলা পোহাতে হয়েছে। আপনাকেও ধন্যবাদ ফেবু বন্ধু :)

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

রাশেদ অনি বলেছেন: ভাল প্রেম,কিন্তু এটা তো চাইনা!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

হৃদয় রিয়াজ বলেছেন: স্বাগতম আপনাকে। চাওয়া না চাওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার তাই সেটা জানা খুব জরুরি মনে করছি না। ভাল থাকবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

স্বপ্ন নীল বলেছেন: কয়েক টা পড়ছি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ ভাই এই আনাড়ি বলগারের লেখা কষ্ট করে পড়ার জন্য :-B :D
ব্লগে স্বাগতম। ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.