![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
আঁধার রাত্রি এসেছে নেমে,
এই ত্রি-ভুবনে।
প্রকৃতি হয়েছে বিবাগী,
আপন সত্তাকে ভুলে।
সত্য সুন্দরের কুলখানি,
রচিছে ক্রন্দন এই জনপদে।
বিবেকটাও যে হারাতে বসেছে,
মিথ্যের অবাধ যৌনাচারে।
পরিত্রান মেলে না তব,
সাধারণ মিনারেল ওয়াটারে।
কোথায় ভ্রাতিত্ব কোথায় বন্ধুত্ব,
সবই যে বেজায় ক্ষতিগ্রস্ত____
যেদিকেই তাকাই শুধু ব্যক্তিস্বার্থ।
সাঁতরে তবু পাড় খুঁজছি উঠার,
সমস্বরে সবি কাণ্ডারি হুঁশিয়ার।
২| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৭
হৃদয় রিয়াজ বলেছেন: nice initiative. i will try my best...
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২২
মোঃ নজরুল ইসলাম বলেছেন: যে সকল লেখক তাঁর লেখার মাধ্যমে দেশের সেবা করতে চান, শিশুর মানসিক বিকাশে সহায়তা করতে চান তাঁরা আমাদের প্রকাশনী হতে বই প্রকাশ করুন। আমরা খুব কম মূল্যে শিশুদের হাতে বই পৌছে দিতে বদ্ধ পরিকর।
এছাড়া অবিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট আমাদের অনুরোধ আপনারা আপনার সন্তান বা কোমলমতি শিক্ষার্থীদের আমাদের প্রকাশিত শিশুতোষ গ্রন্থগুলো পড়তে উৎসাহিত করুন।
http://www.facebook.com/SristyProkashony