![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
- তোমার সমস্যা কি?
- সেটা তো তুমি ভাল জানো।
- একদম ফাইজলামি করবা না। ফোন বন্ধ ছিল কেন বল।
- খুঁড়তেছিলাম।
- কিহ্ִ!!! কি খুঁড়তেছিলা!!
- মাটি খুঁড়তেছিলাম।
- (এবার বেশ স্থির গলায়) কেননন কি হইছে?
- (আমিও মন খারাপ করে) অনেক বড় গর্ত খুঁদলাম।
- আচ্ছা ঠিক আছে রাখি। পরে কথা বলব।
বলেই ফোন রেখে দিল। কি মনে করল কে জানে! উনি ঝগড়া মুডে থাকলে তো এত সহজে ছেড়ে দেবার কথা না। হতে পারে ভেবে বসেছেন আমি কোন মৃত দেহের সৎকারের জন্য কবর খুঁড়ছিলাম। কিন্তু আমিতো আসলে গরুর খুঁটি গাড়তেছিলাম :p :p
এই প্রেমিকা জিনিসটা যে কি আজব এক চিড়িয়া মাঝে মাঝে ভেবে বড্ড হাসি পায়…
২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৩
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আপনার গারলফ্রেন্ডের নম্বরটা দিন। আমি অনাকে বিষয়টা বুঝিয়ে বলতেসি।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৫
হৃদয় রিয়াজ বলেছেন: Thank you...adnan vai and welcome to my blog.
৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩০
হৃদয় রিয়াজ বলেছেন: জনৈক রুয়েটিয়ান ভাইকে ধন্যবাদ। থাক ভাই আপনাকে কষ্ট করে আর এই কাজ করতে হবে না। বলেছেন এতেই সন্তুষ্ট
৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০২
পাইলট ভয়েচ বলেছেন: জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আপনার গারলফ্রেন্ডের নম্বরটা দিন। আমি অনাকে বিষয়টা বুঝিয়ে বলতেসি।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৩
পরোবাশি২০১৩ বলেছেন: tahole apnar gf er thikana din..shaman shamni bujhai dibone
৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৯
মাহবু১৫৪ বলেছেন:
৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৬
মোঃ মাহমুদুর রহমান বলেছেন:
৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩২
ভিটামিন সি বলেছেন: আপনার গার্লফ্রেন্ডের ভিটামিন সি এর চরম অভাব। এই জইণ্যে মাথায় টাইফয়েড হইছে। আমোরে নাম্বার দেন। ঠিক কইরা দিতাছি।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
ব্যাপারটা কঠিন!
১১| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫
অপরিচিত অতিথি বলেছেন: number and basar thikana to booking hoia gese. Amre fb id den bujaia boli
১২| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১
হৃদয় রিয়াজ বলেছেন: হে হে হে…ভাইলোগ আমি কিন্তু আপনেগো কাছে কুন সাহায্য চাই নাই। না চাইতেই আপনেগো আন্তরিকতায় সেইরাম মুগ্ধ। নিজের ঘর নিজেই সামলাতে পারমু তবে ভবিষ্যতে কোন সমস্যায় পরে হেল্প সিক করলে আপনারা এভাবেই এগিয়ে আসবেন সে ব্যাপারে বেশ আশাবাদী। নিশ্চই আমাকে হতাশ করবেন না!
১৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩
শায়মা বলেছেন: আহারে একটু শান্তি করে গরুটাও বাঁধতে পারলেনা ভাইয়া!
১৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮
হৃদয় রিয়াজ বলেছেন: সে দুঃখ আর কই রাখি শায়মা আপু? তবু নিজের বউ বলে কথা! হে হে হে…লুল :p
মন্তব্যে ভাললাগা জানবেন আর ভাল থাকবেন সবসময়।
১৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: ভাই খুব সুন্দর । মজা পেলাম । ফেসবুকে স্ট্যাটাস দিলাম । মানা করতে পারবেন না কিন্তু ।
১৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪
হৃদয় রিয়াজ বলেছেন: Its ok Rajib vai. Thank you...
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫০
নূর আদনান বলেছেন:
আমিতো আসলে গরুর খুঁটি গাড়তেছিলাম