![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
- বাবু…বাবু জানো কি হইছে??
- কি হইছে জানু?
- আমার না অনেকগুলা কষ্ট হচ্ছে।
- কেনু? কেনু?? কি হইছে আমার টিয়াপাখিটার?
- লোকগুলো না এত্তগুলা পঁচা। আমাদের কত্তগুলা কিউট কাউটাকে জবাই করে ফেলেছে।
- কষ্ট পায় না সোনা। দেখো সামনের ঈদে তোমার বাবা তোমাকে এটার চেয়ে কিউট দেখে একটা কাউ কিনে দিবে।
- না না না। তুমি কিনে দিবা।
- ওকে জানু এটা কোন ব্যাপার হল? কি যে বল না তুমি!!
- তুমি অনেক ভাল। আচ্ছা তাহলে আমার কামিং বার্থডে তে ওইযে বলেছিলে হোয়াইট ক্যাট দিবে ওটা আর দিতে হবে না। একটা সুইট কাউ দিবা।
- মানে কি!!! কি বল তুমি???
- তুমি ওভাবে রিঅ্যাক্ট করলে যে! আমি কোটি কোটি কষ্ট পাইছি। তুমিও এত্তগুলা পঁচা। ফারদার আমার সাথে আর কন্টাক্ট করবা না। ভাল থাক। বাই…
বিঃদ্রঃ এটি একটি কাল্পনিক মেহজাবিন মার্কা লেখনী। বাস্তব মেহজাবিনের সাথে মিলে গেলে মোটেও লেখককে দায়ী করা যাবে না
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬
হৃদয় রিয়াজ বলেছেন: হতে পারে
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৬
ভিটামিন সি বলেছেন: ভাইজান হোয়াইট ক্যাট কি কন্ডমের কোন ব্রান্ড নাকি?