নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

ফিলিং ও খালা ও খালা আপনি কুতায় থুক্কু কোথায়???

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

শুরু হইল পিকনিকময় জীবনযাপন! তালা খুলে ঘরে ঢুকেই বুঝা গেল আমার ঈদ শেষ হয়ে গেলেও বুয়ার ঈদ আনন্দ এখনো বর্তমান। স্বভাবতই উনি কবে আসবেন তা নিয়ে বেশ চিন্তিত। যাই হোক, দুপুরে রান্নাঘরে গিয়েই নিজেকে খুব ভাগ্যবান মনে হল। চুলার উপরের তাকে তিন তিনটা ডিম!!!

কোন রকম এক চুলায় ভাত চাপিয়ে অন্যটায় ডিম ভাঁজি করার প্রস্তুতি নিচ্ছি। তখনই খেয়াল হল কাঁচামরিচ নাই!! তাতে কি?? শুকনা মরিচের গুঁড়া দিয়েই অপারেশান চালিয়ে দিলাম B-)

যার ফলাফলটা খাওয়ার সময় টের পেলাম। ডাক্তার রোগীর পেটের ভিতর গজ রেখে সেলাই করে ফেললে যা হয়...আমার গলার ভিতর মরিচ গুঁড়ার পার্শ্বপ্রতিক্রিয়া যেন অনেকটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে /:)

আর ভাতের অবস্থাটা ব্যাখ্যা করার মত উপযুক্ত শব্দ এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না!! নিজের উপর টর্চারিং করে খাওয়ার পার্টটা একরকম শেষ করলাম। আলহামদুলিল্লাহ্‌ (-_-)



মন্তব্যঃ এসব পিকনিক টিকনিক বড়জোর ১/২ দিন ভাল লাগবে। তিন নম্বর দিন থেকেই তো মটকা গরম হয়ে যাবে। না মানে যেমনটা আজকালকার পেমিক পেমিকাদের মধ্যে হরহামেশাই হয়ে থাকে আরকি ;) B-)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মহিদুল বেস্ট বলেছেন: আহারে!

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪০

হৃদয় রিয়াজ বলেছেন: এই দুঃখ আমি কই রাখি...:(

২| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩

পথহারা সৈকত বলেছেন: আহারে!

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

হৃদয় রিয়াজ বলেছেন: |-) #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.