![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
আগামীকালের খেলাটা দেখার খুব ইচ্ছা ছিল বাট ওইদিনই নাকি CSE এক্সাম! যার দরুন টিকিট কেনার চিন্তা থেকে আগেই সরে এসেছিলাম। আর আজই কিনা ক্লাস শেষে CSE ডিপার্টমেন্টে গিয়ে জানতে পারলাম এক্সাম পিছিয়ে শনিবার নেয়া হয়েছে!! কেমনটা লাগে তখন? পুরাই #Bad_Buzzzzzz খাইয়া গেলাম। কিন্তু তবুও 'যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই...পাইলেও পাইতে পার মানিক রতন' মন্ত্রে বশীভূত হয়ে শেষ চেষ্টাস্বরূপ তৎক্ষণাৎ চলে গেলাম গুলশানের UCBL এ। নাহ একটুও অবাক হইনি। বাংলাদেশ যেই পারফরমেন্স দেখাইছে তাতে এ অবস্থা হওয়াটাই স্বাভাবিক। নিজেকে নিজে সান্ত্বনা দিলাম। কিছুক্ষনের জন্য লাইনে দাঁড়িয়েই দেখা হয়ে গেল এক স্কুল ফ্রেন্ডের সাথে। ওর সাথে কথা বলতে বলতেই দেখি হাত নেড়ে সবাইকে চলে যেতে বলা হচ্ছে! টিকিট নাকি শেষ!!! কিন্তু তখনও যে ডজন খানেক অজগরের সমান বিশাল লাইন!!! শুনলাম তাদের অনেকেই নাকি ভোর ৫ টা থেকে এসে দাঁড়িয়ে আছে!!! ইতোমধ্যেই ব্যাংকে ইটপাটকেল ছুঁড়ার গুঞ্জন বাতাসে ভেসে আসছে!! আর পুলিশ চাচারাও এদিকেই আসছে। অবস্থা বেগতিক দেখে আর দেরি না করে কেটে পড়ি। আসার পথে কিছু দূর এগিয়েই দেখি এক জটলা মানুষের ভিড়। ভাবলাম কোন অঘটন ঘটেছে তাই এগুলাম। এক্ষেত্রে অনেকটা মুত এফএম এর মতই বলতে হয় 'বিশ্বাস করুন অমুক তমুক ভাইয়েরা এ অবস্থা দেখার জন্য আমি তখন মোটেও প্রস্তুত ছিলাম না'
গিয়ে দেখি এক বেটা শাহীদারি ভাব নিয়ে সাইকেলের ক্যারিয়ারে বসে এক ৫০ টাকার টিকিট নিয়ে দাম ধরাচ্ছে!! হা হা হা...তব্দা লেগে কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে রইলাম।
- মামা টিকিট কয়টা আছে?
- আরে ভাই দেখতেছেন না হাতে একটা! অঝতা সময় নষ্ট করেন কেন?
- ওরি বাব্বা!!! তয় আমার যে দুইটা লাগে।
- লাগলে আরেকটা দিতে পারমু।
- এখন দুইটা কত দিবেন কন। আমি তো ইচ্ছা করলেই লাইন থেকে নিতে পারি তবে একটু ঝামেলা বিধায় আপনার কাছে আসা (কিচ্ছু না। পুরাই ফাঁপর নিলাম)
- এইসব কথা কইয়া লাভ নাই। দুইটা একদাম ১০০০ টাকা নিলে আওয়াজ দেন।
- মামা আমার বুকটায় কেমন ব্যাথা করতেছে। সিএনজি তে বাসায় যেতে লাগবে ৪০০ টাকা। এখন যদি দয়া করে ৬০০ টাকায় দিতে পারেন তবে ডাক দিয়েন। আমি একটা সিএনজি খুঁজি।
- ধুর মিয়া ফাইজলামি করেন? যান আপনের খেলা দেখন লাগব না বরং গিয়া ডাক্তর দেখান।
আর কিছু বলে মানসম্মানের ফালুদা বানাতে মোটেও রাজি নই। তাই সোজা হাঁটা দিলাম। এখন একমাত্র আশা ভরসা সকালে গিয়ে যদি ব্ল্যাকে টিকিট ম্যানেজ করা যায়! দুই বন্ধু যাব। দেখা যাক কি হয়। নিজেদের মধ্যে কোন সহৃদয়বান ব্ল্যাকার থাকলে আওয়াজ দিন। বাকিটা দেখা যাবে। আমরা আমরাই তো। তাই না...?
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩
হৃদয় রিয়াজ বলেছেন: হে হে হে বেচারা। এই ভাইকেই এই মুহূর্তে খুব দরকার
নিশ্চিত ওর কাছে কালকের ম্যাচের ও টিকিট আছে
ধন্যবাদ আপনাকে।
২| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯
ভোরের সূর্য বলেছেন: http://www.clickbd.com/search/q/tickets ভাই কাজে লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৩
হৃদয় রিয়াজ বলেছেন: অবশ্যই কাজে লাগার মতন লিঙ্ক। আন্তরিক ধন্যবাদ জানবেন সূর্য ভাই।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২০
সাহাদাত উদরাজী বলেছেন: গেইটেই তাদের পেয়ে যাবেন, এখনে খুঁজে সময় নষ্ট করবেন না!
শেষ পেলেন কি? জানাতে ভুলবেন না!
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩১
হৃদয় রিয়াজ বলেছেন: সূর্য ভাইয়ের লিঙ্ক এ গিয়ে খোঁজ নিচ্ছি। একটাকে ফোন বলে ৫০ টাকার এক টিকিটই নাকি ৬৫০!!! চেষ্টা চলছে।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
সহৃদয়বান ব্ল্যাকার ভাই?
গত পরশু এক ব্ল্যাকার পোস্ট দিছিল, সবাই মিলে তারে এমন ধোলাই দিছে যে বেচারা দিশাহারা হয়ে পোস্ট ডিলিট কইরা পালাইছে...