নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় রিয়াজ

হৃদয় রিয়াজ

নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

হৃদয় রিয়াজ › বিস্তারিত পোস্টঃ

আমি কি?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০১



আমি কালজয়ী নই,

নই প্রতিভার ভাণ্ডার।

আমার বিবেকবোধ?

শূন্যের কিঞ্চিত উপরে

আর যোগ্যতা??

তারও নিচে।

ইজি চেয়ারের আয়েশে,

কফির মগে উষ্ণ চুমুকে,

দৈনিকে মুখ গোঁজা!

নাহ...এ আমার কাজ নয়।

কারণ_______________

আমি কূটনীতির রাজাদের

অন্ধ পূজারক নই।

আমি ওই লোকাল বাসের,

শুকিয়ে যাওয়া রক্তের দাগ।

বার্ন ইউনিটের বেডে,

শান্ত হয়ে আসা চিৎকার।

আমি সকল ক্ষমতার উৎস নই-

বরং___________________

ব্যালট পেপারের সিলমোহর।

নোংরা রাজনীতির এক,

মরচে পড়া প্রাচীন হাতিয়ার।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

মশিকুর বলেছেন:
অপরাজনীতি ধ্বংস হোক

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

হৃদয় রিয়াজ বলেছেন: সহমত মশিকুর ভাই। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: মরচে পড়া প্রাচীন হাতিয়ার - বদলে যাক !



প্রতিহিংসা বন্ধ হোক !
নিরাপদে থাকুন !

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ বস। জয় হোক মানবতার।

আপনিও নিরাপদে থাকুন। সুস্থ থাকুন।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল। নিরাপদে থাকুন।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭

হৃদয় রিয়াজ বলেছেন: মন্তব্যে ভাললাগা ভ্রাতা। নিরাপদ শব্দটাকে আজ বড্ড বেমানান লাগে। হাস্যকরও বটে।

যাই হোক আপনিও সাবধানে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.