![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
সালটা ১৯৭১... মনে হলেই কেমন গায়ে কাঁটা দিয়ে উঠে তাই না? নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছিল গোটা ছাপান্ন হাজার বর্গমাইল। তবুও কি আমরা ধ্বংসস্তূপের উপরে থেকে বুক চিতিয়ে দাঁড়াই নাই?? উত্তরটা সবারই জানা। কেবল হামাগুড়ি দিতে শেখা জাতিটি প্রবল আক্রোশে সেদিন ফেটে পড়েছিল। বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আপন জাত চিনিয়েছিল। বাকিটা?? সেতো ইতিহাস! আর এখন...? বলতে দ্বিধা নাই আজকের এই দিনে দাঁড়িয়ে বাঙালি অনেক পরিণত। এই জাতি হামাগুড়ি পর্ব পিছনে ফেলে অনেক আগেই গুটিগুটি পায়ে দৌড়াতে শিখে গেছে। এখন আপন ভাইয়ের হত্যাকারী আর বোনের অসম্মানকারিদের চিহ্নিত করে কড়ায়গন্ডায় পাওনা ফিরিয়ে দিতে শুরু করেছে। এই কথাগুলো কেন বলছি? অবশ্যই কোন কারন আছে। কাপুরুষের বাচ্চারা আবার চোখ রাঙ্গানি দিচ্ছে। প্রিন্ট মিডিয়ার কল্যানে জানতে পারলাম পাকিস্তানি জামায়াতে ইসলামী নাকি তাদের সরকারের কাছে দাবি তুলেছে আবার বাংলাদেশ এটাক করতে!! তাদের উদ্দেশ্যে বলব বাবারা ব্যাপারটা যেন জোক পর্যন্তই থাকে। ঠিক হ্যে? ট্রাস্ট মি আমি এই মুহূর্তে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে স্বীকার করে নিলাম 'জোকস' বলায় আসলেই তোমাদের জুড়ি নেই। আশা করি অতি শীঘ্রই এই বিষয়ে নোবেল দেয়া শুরু হবে। কথা দিচ্ছি তখন শুধু আমি একা নই। গোটা ষোলো কোটি থুক্কু সাড়ে পনের কোটি বাঙালিকে সাথে নিয়ে একটা করে কদবেল ছুঁড়ে দিয়ে হলেও তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আসব।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৪
হৃদয় রিয়াজ বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। নেক্সট টাইম চেষ্টা থাকবে।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ++
১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
হৃদয় রিয়াজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। ব্লগে স্বাগতম। প্লাসের জন্য ভাললাগা জানবেন।
ভাল থাকুন।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
মোঃ আনারুল ইসলাম বলেছেন:
১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
হৃদয় রিয়াজ বলেছেন:
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
মশিকুর বলেছেন:
গর্জে ওঠা পোস্ট...
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১
হৃদয় রিয়াজ বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাই। মন্তব্যে ভাললাগা জানবেন বস।
ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৩
পাঠক১৯৭১ বলেছেন: ইমোশান বুঝা যাচ্ছে, আবেগ আছে; পোস্ট সুন্দর হয়নি।