![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মত তেমন কোনো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারি নি। যদি কখনো পারি তখন ভেবে দেখব।যেহেতু আমি কোন নিয়মিত লেখক নই কাজেই লেখায় ভুলত্রুটি থাকতেই পারে। সেক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।
১২৫ রানে ছিল ২ উইকেট আর এখন??? ১৭০ রানে অলআউট!!! কি বলব বুঝতে পারছি না। কোথায় ইজিলি জেতার কথা ছিল আর এখন কোয়ালিফাইটাই করতে পারল না!!! কোয়ালিফাই করতে ইন টোটাল ২৩১ রান করতে হত আর জিততে হলে ২৪৫!
বলছিলাম বাংলাদেশী যুবাদের কথা। দুরন্তভাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শুরু করা একদল তরুনের কথা। আফসোস তারাও বড়ভাইদের দেখানো পথেই হাটল। হয়ত আমাদেরই ভুল ছিল। তাদের নিয়ে এতটা এক্সপেক্টেশন থাকা বোধ হয় ঠিক হয়নি। একটু বেশিই আকাশে উড়ছিলাম আর তার চেয়েও বেশি আত্মতুষ্টিতে ভুগছিলাম। থাক... দোষটা কাদের সে হিসেবে আর যাচ্ছি না। নাহ মন খারাপ লাগছে না। কারণ এসব দেখে তো অভ্যস্তই হয়ে গেছি। বুকের বামপাশটায় কেবল একটু চিনচিনে ব্যাথা অনুভব করছি। তারপরও আমার মত ভুদাই দর্শকদের স্বপ্ন দেখা শেষ হবে না। আল্লাহ বাঁচায় রাখলে কাল সকালে ঠিকই আজ সারাদিন মাটি করে জোগাড় করা টিকিটটি নিয়ে মিরপুরে দৌড় লাগাব। কটকটে রোদে বসেই হয়ত তীরে এসে তরী ডুবানোর আরেকজন রাজসাক্ষী হব। ফিরে আসার সময় নির্লজ্জ বেহায়া মনটা আবারো চুপিসারে বলে উঠবে Better luck next time tigers...
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
হৃদয় রিয়াজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার জ্ঞাতার্থে বলছি। আমি আমার নিজের প্রয়োজনে লিখি। কারো ভাল না লাগলে রস ঢেলে ভাল লাগানোর কোন ইচ্ছাই আমার নেই। ভাল থাকুন।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
সাইলেন্স বলেছেন: বেটার লাক নেক্সস টাইম।
একই কথা আর কত বার বলা যায়????
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
হৃদয় রিয়াজ বলেছেন: দিলেন তো আমাকেও সাইলেন্ট করে। সত্যি এর কোন উত্তর জানা নেই
ভাল থাকবেন।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪
পাঠক১৯৭১ বলেছেন: আপনার লেখা থেকে কিছু পাওয়ার সম্ভাবনা নেই, তেমনি আমাদে খেলোয়াড়রাও কি করবে কেহ জানা না।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮
হৃদয় রিয়াজ বলেছেন: তো যেখানে কিছু পাওয়ার সম্ভাবনা আছে সেখানে গিয়ে ঢুঁ মারুন না। আমি তো আগেই বললাম আমি আমার নিজের জন্য লিখি! বাংলা বুঝতে কোন সমস্যা ভাই??
আপনার জন্য আমার সাজেশন রইল Click This Link
পড়ে একটু দেখবেন। আশা রাখি মানসিকতার উন্নতি হবে। ভাল থাকবেন।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯
ব্লগ ৪১৬ বলেছেন: পেশাদারিটা অনেক দরকার ক্রিকেটে, আমাদের জাতীয় পর্যায়ে যারা খেলে সেটা মাথায় তাদের মনে হয় থাকে না।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯
হৃদয় রিয়াজ বলেছেন: ব্লগে স্বাগতম। জী ভাই যথার্থই বলেছেন। আপনার সাথে পুরোপুরি সহমত। জানি না এই বোধটা তাদের কবে আসবে!
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮
একজন ঘূণপোকা বলেছেন: ব্লগ ৪১৬ বলেছেন: পেশাদারিটা অনেক দরকার ক্রিকেটে, আমাদের জাতীয় পর্যায়ে যারা খেলে সেটা মাথায় তাদের মনে হয় থাকে না।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩
হৃদয় রিয়াজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। আসলেই এদানিং খুব হতাশ হচ্ছি। এরকম জেতা জেতা ম্যাচ ছেড়ে আসা আর কত মেনে নেয়া যায়!!
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭
অস্পিসাস প্রেইস বলেছেন: বেটার লাক নেক্সট টাইম
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৯
হৃদয় রিয়াজ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
পাঠক১৯৭১ বলেছেন: আপনার লেখার যে রকম ক্ষমতা, আমাদের খেলোয়াড়দের ক্ষমতাও ততটুকু, ভালো না।