| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

Film: Ijaazat (1987)
Genre: Drama, Romantic
Director: Gulzar
Imdb Rating: 8.2/10
My Rating: 9/10
সুবোধ ঘোষের 'যাতুগৃহ' গল্প অবলম্বনে ১৯৮৭ সালে এই চলচ্চিত্রটি নির্মাণ করেন গুলজার। অভিনয়ে ছিলেন নাসিরউদ্দিন শাহ্, রেখা এবং অনুরাধা পাটেল। সঙ্গীতায়োজন করেছিলেন আর.ডি বার্মন।
ছোটবেলায় ভিসিডি'তে দেখেছিলাম ছবিটি পরিবারের সবাইকে নিয়ে। সে অনেক বছর আগের কথা, আব্বা এইসব পুরাতন ছবি ঢাকা গেলেই সংগ্রহ করে নিয়ে আসতো। ছোটবেলায় যখন ছবিটি দেখেছিলাম তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, তখন কাহিনীর অত কিছু বুঝিনি। আজ ইউটিউবে ঘাটাঘাটি করার সময় হঠাৎ ছবিটি চোখের সামনে পড়লো, নস্টালজিক হয়ে গেলাম হঠাৎ।
তারপর আর কি?
দেখতে বসে গেলাম।
৫ বছর পর হঠাৎ এক ট্রেনের ওয়েটিং/রেস্ট রুমে দেখা হয় আলাদা হয়ে যাওয়া স্বামী-স্ত্রীর। সেখান থেকেই গল্পের শুরু। তাদের জীবনের শুরু, বিয়ে, তারপর আবার আলাদা হয়ে যাওয়া সবকিছুই গল্পের মাধ্যমে বের হতে থাকে। ছবিটির গল্পের ভিতরেও আরও অনেক গল্প রয়েছে, যা অনুভব করতে হলে অবশ্যই ছবিটি দেখতে হবে। গল্পটা অনেক বেশী হৃদয় ছুঁয়ে যাবে। প্রিয়জনের সাথে থাকা সময়গুলোতে যে অভ্যাস তৈরি হয় তা আমরা সহজে ভুলে যেতে পারিনা তা সুন্দরভাবে ছবিটিতে উঠে এসেছে। বিশেষ করে নাসিরউদ্দিন শাহ্ এবং রেখার অভিনয় আপনাকে মুগ্ধ করে রাখবে পুরোটা সময়। অনেক সহজেই গল্পটির সাথে আপনি জড়িয়ে যাবেন, আর দেখবেন দুইটা ঘন্টা যে কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। আর হ্যাঁ, ছবিটি শেষ হলেও ছবির গল্পটা আপনার মনে একটা দাগ কেটে দিবে।
আর. ডি বর্মনের সুর করা এবং গুলজারের লিখা গানগুলি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। গুনগুনিয়ে গাইতেও ইচ্ছে হবে।
চলচ্চিত্রটির ইউটিউব লিংকঃ-
https://m.youtube.com/watch?v=yRb3rUv5sHY&feature=share
©somewhere in net ltd.