![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইঃ টেরোরিস্ট-মাসুদ রানা
লেখকঃ কাজী আনোয়ার হোসেন
প্রকাশনীঃ সেবা প্রকাশনী
পৃষ্ঠাঃ ২১৯
প্রকাশকালঃ ২০১২
রিভিউঃ মানুষরূপী পিশাচ বলতে যা বোঝায়, ডেমিয়েন কেইন ঠিক তাই। পেশাদার টেরোরিস্ট, ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল যে কিনা এফবিআই এর হাত থেকে বাঁচার জন্য প্রতি বছরেই প্লাষ্টিক সার্জারির মাধ্যমে পাল্টিয়ে ফেলে মুখমন্ডল। গত এক দশকে আটটা বিমান চিনতাই করেছে কেইন, বোম ব্লাস্ট করেছে ডজন খানেক জায়গায়, মার্ডার করেছে অগনিত মানুষকে। একটি হাসপাতালে প্লাস্টিক সার্জারি করার সময় এফবিআই এর হাতে ধরা পরে কেইন। পরবর্তীতে বিচারের জন্য তাকে একটি বিমানে করে লস অ্যাঞ্জেলেসে নিয়ে যাওয়া হচ্ছিলো কিন্তু তার টেরোরিস্ট সঙ্গী সাথীরাও ছদ্ম পরিচয়ে উঠে পরে সেই যাত্রীবাহী বিমানে। সুযোগ বুঝে টেরোরিস্টরা হাইজ্যাক করে যাত্রীবাহী বিমানটি, খুন করে এফবিআই এর সদস্যদের তারপর চলন্ত বিমান থেকে কেইনকে বাঁচিয়ে ফেলে তার সঙ্গীরা। পরবর্তীতে কেইন বিমানের ইঞ্জিনিয়ার এবং পাইলট কে খুন করে নিজেই নিয়ন্ত্রন করে বিমান। আর সেই বিমানের যাত্রীরা আতংকে চিৎকার করতে তাকে আর তাদের চিৎকার গিয়ে পৌঁছে সেই বিমানে থাকা মাসুদ রানার কানে অর্থাৎ কেইন ভুল বিমান হাইজ্যাক করেছে। পরবর্তীতে শুরু হয় মাসুদ রানার এক বুদ্ধিদীপ্ত অভিযান।
পাঠ প্রতিক্রিয়াঃ সব কিছু মিলিয়ে বইটা ভালই ছিল। আপনারা যারা পড়েননি তারা পড়ে ফেলতে পারেন। এক বসায় পড়ে ফেলতে পারবেন বইটি। যথেষ্ট টার্ন এন্ড টুইস্ট আছে, যা আপনার পড়ার আগ্রহ বাড়িয়ে দিতে সক্ষম। যারা বইটি কিনে পড়তে আগ্রহী তারা রকমারি'তে পেয়ে যাবেন, নিচে লিংক দিয়ে দিচ্ছি। আর বইটির পিডিএফও অনলাইনে উন্মুক্ত আছে যারা পিডিএফ পড়তে আগ্রহী তাদের জন্যেও লিংক দিয়ে দিচ্ছি।
Rokomari Link: Click This Link
Pdf Link: Click This Link
বি.দ্রঃ এই রিভিউটি ২০১৬ সালে বইপোকার আড্ডাখানা'র ফেসবুক গ্রুপে আমি পোস্ট করি। আপনাদের পড়ার জন্য একটু এডিট করে আমার ব্লগে আবার দেওয়া হলো।
©somewhere in net ltd.