![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিনেমার শুরু এক তরুণের গল্প দিয়ে, যার কোন ইচ্ছা নেই দারিদ্র্যের কষাঘাতের মধ্যে বেঁচে থাকার। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে ব্যাংক ডাকাতি করবে। সে তার এই কাজ সফল করতে সাহায্য নেয় আরো চারজন মানুষের। এভাবেই গল্প এগোতে থাকে...
আমি এই সিনেমার আগেও আরও কয়েকটা নেপালী সিনেমা দেখেছি, তারা কম বাজেটে যথেষ্ট ভালো সিনেমা নির্মাণ করতে পারে। তাদের গল্প বলার ঢং-এ আলাদা একটা সৌন্দর্য্য আছে। এই সিনেমাটি ২০১২ সালে রিলিজ পায়, সিনেমাটির বাজেট মাত্র ৩০ লাখ নেপালী রুপি। আপনাদের জানিয়ে রাখি যে নেপালের রুপির মূল্য বাংলাদেশের টাকার চেয়ে কম, তাদের ৩০ লাখ রুপি বাংলাদেশী টাকায় কনভার্ট করলে ২২ লাখের কিছু বেশী হয়।
আমি অবাক হয়ে গেছি এটা ভেবে যে, মাত্র ৩০ লাখ নেপালী রুপি দিয়ে এত ভালো একটা সিনেমা নির্মাণ করে ফেললো কিভাবে?
তার উপর সিনেমাটার গল্প ক্রাইম-থ্রিলার বেইসড।
আমি তো পুরোটা সিনেমা উপভোগ করেছি তার সাথে নেপালী সিনেমার ভক্ত'ও হয়ে গেছি
মুভি লিংকঃ https://youtu.be/oRjjJ5LkGPY
©somewhere in net ltd.