নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় আহমেদ

Hridoy Ahmed

স্বপ্ন দেখি একদিন সিনেমা বানাবো। সিনেমাতে বাঁচবো, সিনেমাতে মরবো।

Hridoy Ahmed › বিস্তারিত পোস্টঃ

সিরিজ রিভিউঃ সামান্তার - একজনের অতীতে বসবাস করার ভবিষ্যতের গল্প।

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৭




সিরিজঃ সামান্তার
পরিচালক: সাতিশ রাজওয়াদে
শ্রেষ্ঠাংশে: স্বপ্নিল জোশি, তেজস্বীণি পন্ডিত, নীতিশ ভারাদওয়াজ এবং গণেশ রিভদেখার।
দেশ : ভারত
ভাষা: মারাঠি

আইএমডিবি : ৮.২/১০
পারসোনাল : ৭/১০




প্লট : কুমার মহাজন, একজন কট্টর নাস্তিক। তার জীবনে কিছুই ঠিকঠাকমতো হচ্ছে না।
না তার স্ত্রীকে খুশী করতে পারছে, না পারছে সন্তানের আবদার রাখতে। একদিন কুমারের বন্ধু শারদ তাকে জোর করে একজন সাধু বাবা'র কাছে নিয়ে যায়, কুমারের ভবিষ্যৎ জানার জন্য। কুমার সাধু'কে দেখে কোনো ধরণের সম্মান না দেখিয়ে তাকে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে, কিন্তু একসময় সাধু যখন তার অতীতের অনেক কথাই বলে দেয় তখন সাধু'কে সে বিশ্বাস করতে শুরু করে।
তারপর যখন সাধুকে কুমারের হাত দেখায় তখন কুমারের হাত দেখে সাধু চমকে উঠে এবং বলে উঠে যে এই হাত তো আমি আগেও দেখেছি এবং আমি তোমার ভবিষ্যৎ কখনোই তোমাকে বলবো না।
আর তুমি এর আগেও আমার কাছে এসেছো।
কুমার তখন রেগে যায়, আর বলে আপনি কেনই বা আমার ভবিষ্যৎ বলবেন না আর আমিতো কখনো আপনার কাছে হাত দেখাতেই আসিনি।
আমিতো নাস্তিক কখনো এসবে বিশ্বাসই করিনি, তখন সাধু প্রমাণসহ দেখিয়ে দেয় যে আসলেই সম্পূর্ণ তার হাতের সাথে মিল সুদর্শন চক্রপানি নামের একজন সাধুর কাছে ঠিকই এসেছিলো।
তখন কুমার বুঝতে পেরে যায় যে আসলে, সুদর্শন চক্রপানি নামের লোক যে জীবনটা পেরিয়ে গেছে সেটাই কুমারের ভবিষ্যৎ হবে।
তারপরই কুমার বেরিয়ে পরে সেই সুদর্শন চক্রপানিকে খুঁজতে আর যতই সে সামনে আগাতে থাকে ততই বিষ্ময়কর সব তথ্য বের হয়ে আসে।
তারপরই গল্প তার নিজস্ব গতিতে আগাতে থাকে।
সে কি আদৌ সুদর্শন চক্রপানিকে খুঁজে পাবে?
আসলেই কি সাধু যা বলেছে তা সঠিক?
নাকি কুমার ভুল পথে আগাচ্ছে?



ভালোলাগা : সামান্তার একটি মারাঠি সিরিজ। মূলত এইটি আমার দেখা প্রথম মারাঠি সিরিজ। এর আগে কয়েকটা মারাঠি সিনেমা দেখেছিলাম। তারা খুব কম বাজেটেই ভালো নির্মাণ করতে পারে।
সিরিজটি জনপ্রিয় মারাঠি লেখক সুহাশ শিরবালকারের লেখা একই নামের থ্রিলার নভেলের এডাপটেশন।
সিরিজটির প্রত্যেকটা পর্বই আপনাকে ধরে রাখবে, পরের পর্ব দেখার জন্য। কুমারের চরিত্রে অভিনয় করা স্বপ্নিল জোশি'র অভিনয় আপনাকে মুগ্ধ করবে, তার সাথে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করা তেজস্বীণি পন্ডিতের অভিনয়ও যথেষ্ট ভালো ছিলো।
যদিও ক্যামেরার কিছু কাজ চোখে লেগেছে তবে সিরিজের মধ্যে ঢুকে গেলে এসব কিছুই মনে থাকবে না।

কোয়ারেন্টাইনের এই সময়টাতে থ্রিলিং জার্নির সাথে ভালো সময় কাটাতে দেখে নিতে পারেন এমএক্স অরজিনালের 'সামান্তার' সিরিজটি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.