| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলাইমান হোসেন
সামুতে যা প্রকাশযোগ্য নয় তা আমার ব্যক্তিগত ব্লগে লিখে রাখি যেমন আত্মজীবনি,কবিতা ইত্যাদি https://hridoyeralo.blogspot.com/
৷
আমি কোনো কবি নই,কিন্তু ব্লগে অনেক সুন্দর সুন্দরী কবিতা পড়ে কবিতা লিখতে মন চায়।
যদি আমি জীবনেও কবিতা লিখিনি,সুতরাং আমার লেখাকে কোনো কবিতা বলা যাবেনা।এমনিই শিক্ষনীয় কিছু বাক্য লেখার চেষ্টা করলাম যেন আমার নিজের অন্য ভায়েরও উপকার হয়।
আত্মার আলো
পৃথিবীর সবকিছুই ঢাকা অন্ধকারে
আলো পাবে খুঁজে, সুধু তোমার দিলের ভিতরে,
যদি জাগ্রত কর তোমার হৃদয়কে
আঁধারের মাঝে খুজে পাবে আলোকে।।
জানো কি কিভাবে জাগ্রত করতে হয় হৃদয় কে।।
বের হয়ে আসিতে হইবে তোমাকে,
গাইরুল্লাহর ভালোবাসা থেকে।
তারপর তোমাকে কঠিন দায়িত্ব করতে হবে পালন,হৃদয়ের কুঠুরিতে যিকিরকে লালন।।
তারপর ধ্যানে মগ্ন হও অনন্তের,
পারি দিতে থাক নানান গিড়ি পথ এবং কঠিন প্রান্তর।।
শুনে রাখ এ পথ সহজ নয়,ক্ষয় হয় জীবনের,
কিন্তু যদি দিতে পার পারি,শীতলতা পাবে নয়নের।।
©somewhere in net ltd.