নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জানিনা আমি কে?

সুলাইমান হোসেন

সামুতে যা প্রকাশযোগ্য নয় তা আমার ব্যক্তিগত ব্লগে লিখে রাখি যেমন আত্মজীবনি,কবিতা ইত্যাদি https://hridoyeralo.blogspot.com/

সুলাইমান হোসেন › বিস্তারিত পোস্টঃ

মায়ারিফুল হকিকত(((০২)))

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১:০৫

[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/Hridoyeralo/

বিসমিল্লাহির রাহমানির রাহীম
নাহমাদুহু ওয়া নুসল্লিআলা রসূলিহিল কারীম
হাকিকাতুল মায়ারিফ :২য় পর্ব(তওবা)

তওবা কবুল হওয়ার শর্ত:
খাঁটি মন নিয়ে সত্য তওবা করলে ইনশাআল্লাহ তওবা কবুল হবে।কিন্তু তওবা করার সময় আবারও গুনাহে লিপ্ত হওয়ার নিয়ত থকলে তওবা কবুল হবেনা।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,গুনাহ থেকে তৌবা কারি ব্যাক্তি এমন,যেন সে কখোনো কোনো গুনাহই করেনি।(সূত্র মনে নেই)
আল্লাহ তায়ালা বলেন,হে মুমিনগন তোমরা সকলে মিলে আল্লাহর সামনে তওবা করো যেন তোমরা সফলকাম হতে পারো।((১)সূত্র কমেন্টে)

এখান থেকে বুঝা যায়,যদি খালেছ বা খাঁটি দিলে তওবা করা হয়,তাহলে অবশ্যই তা কবুল হবে।

তওবা করার পরে গুনাহ হয়ে গেলে কি করব?
আসলে তওবা করা আবার ইচ্ছা করে গুনাহ করা,এটা তৌবার সাথে এক প্রকার তামাশা করা হয়,যা গুনাহ করার থেকেও ভয়ংকর অপরাধ।এমনটা করা চরম বেয়াদবি।মুমিনের তওবা করার পরে আর গুনাহের ইচ্ছাও করা ঠিক নয়।আসলে তওবাকারি ব্য্যাক্তি আল্লাহর আপনজন হয়ে যায়?আর আপনজনের দেওয়া কষ্টে অধিক আঘাত লাগে।
দেখ!এক পিতা দেখলো তার সন্তান আরেকজনের সন্তানের সাথে চুরি করার জন্য এক বাড়িতে ঢুকেছে।এখন এই পিতা তার নিজের সন্তানকে বেশি শাসন করবে অন্যের সন্তানের থেকেও বেশি তিরষ্কার করবে।এটাও বলবে,তুই আমার সন্তান না!চোর কখোনো আমার সন্তান হতে পারেনা।
আল্লাহ তায়ালাও তার আপন বান্দাদেরকে বেশি আজাব দিবেন যদি তারা অকাম কুকাম করে।
আল্লাহ তায়ালা নবীজি এবং তার স্ত্রীদেরকে এরশাদ করেছেন,আপনাদের কেউ যদি অন্যায় কাজ করে,তাহলে আমি আপনাদেরকে দ্বীগুন শাস্তি ভোগ করাবো।((২)সূত্র কমেন্টে)
তাহলে আল্লাহর প্রিয় বান্দারা বড় ধরনের কোনো অন্যায় কাজে লিপ্ত হন না।তবে ছোটখাট ত্রুটি বিচ্যুতি তাদের দ্বারাও ঘটানো হয়।যেন প্রিয় বান্দারা নিজেদেরকে গুনাহগার,অপরাধী মনে করে।এজন্য কিছু ভুল ত্রুটির প্রয়োজন আছে,তবে তা সীমা ছাড়িয়ে যায়না।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.