নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জানিনা আমি কে?

সুলাইমান হোসেন

সামুতে যা প্রকাশযোগ্য নয় তা আমার ব্যক্তিগত ব্লগে লিখে রাখি যেমন আত্মজীবনি,কবিতা ইত্যাদি https://hridoyeralo.blogspot.com/

সুলাইমান হোসেন › বিস্তারিত পোস্টঃ

হাকিক্বতুল মায়ারিফ:পর্ব—৩

২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১১




বিসমিল্লাহির রাহমানির রাহীম
নাহমাদুহু ওয়া নুসল্লিআলা রসূলিহিল কারীম
হাকিকাতুল মায়ারিফ :৩য় পর্ব(বাহ্যিক জগত)
আমাদের এই বাহ্যিক জগতে আমরা যা কিছু দেখি,এসবের পেছনে,বিশাল বড় এক ডেটাবেজ সংরক্ষিত রাখা আছে,আমরা বাহিরের জগতে যাকিছু দেখি তা খুবই অল্প,এর পেছনে রয়েছে বিশাল বড় এক জগত,সেই জগত থেকেই এই জগত পরিচালিত হয়।সেই জগত আমাদের দৃষ্টির বাইরে রয়েছে,কারন আমাদের দৃষ্টিও সেই জগত থেকেই পরিচালিত করা হয়।
একটা উদাহরণ দিলে ব্যাপারটি আমরা সহজেই বুজতে পারব—
উদাহরণ—১: চ্যাট জিপিটি
আমরা যে চ্যাট জিপিটি ব্যাবহার করি,এর পেছনে বিশাল বড় এক ডেটাবেজ সংরক্ষিত রাখা আছে,সেই বিশাল বড় ডেটাবেজ থেকে,আমাদের প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে পরিবেশন করা হয়।

উদাহরণ—২:আধুনিক ডিভাইস
এসমস্ত আধুনিক বৈদ্যুতিক ডিভাইস যা আমরা ব্যবহার করি,এর পেছনেও বিশাল বড় ডেটাবেজ সংরক্ষিত রয়েছে,যেগুলো আমাদের চোখের বাইরে থাকে।
যেমন বিদ্যুৎ কে আমরা দেখতে পাইনা,কিন্তু অনুভব করতে পারি যখন শক খাই।এই বিদ্যুতের দ্বারাই যাবতীয় সমস্ত আধুনিক প্রযুক্তি গুলো চলতেছে।যদি বিদ্যুতের আবিষ্কার না হতো তাহলে আজকে আমরা এই আধুনিক বিশ্ব দেখতে পারতাম না।আমরা সেকেলে অথবা প্রাচীন মানুষদের মতই বসবাস করতাম।

যেমন আমরা মোবাইল ফোন দিয়ে উদাহরণ দিতে পারি,এই মোবাইল ফোনের পেছনে বিশাল বড় এক জগত,গোপন ডেটাবেজ সংরক্ষিত রয়েছে,যেখান থেকে বাহিরের সবকিছু পরিচালিত হয়ে থাকে,উদাহরণ সরুপ,একমাত্র মাদারবোর্ডের মধ্য লক্ষ লক্ষ ছোট ছোট রেজিষ্টার লাগানো থাকে,যেগুলো ০ এবং ১ দ্বারা পরিচালিত হয়।
পুরো কম্পিউটার, মোবাইল ফোন বুলিয়ান সংখ্যা ০ এবং ১ এরই খেলা।
অর্থাৎ আমরা বাহিরে যা দেখি,গোপন বিশাল এক জগত রয়েছে যা আমরা দেখিনা।

এখন বুজতে চেষ্টা করুন—
এই যে আমাদের মানবদেহ,এর পেছনে কতবড় বিশাল এক জগত রয়েছে,তা আমাদের কল্পনার বাইরে।
আল্লাহ তায়ালা বলেন—যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করতে শুরু করো,তাহলে শেষ পর্যন্ত পৌছুতে সক্ষম হবেনা।(সূরা আল কাহফ)

হাদিসে একটি রুটির পেছনে ৩৬০ জন কারিগরীর কথা বলা হয়েছে যারা একটি রুটির পেছনে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে।সর্বশেষ কারিগর হলো,রুটি তৈরিকারি এবং পরিবেশনকারি।

তাহলে আমার উক্ত কথার প্রমান কুরআন হাদিস পাঠ করলেও পেয়ে যাবেন,আমি কোনো বানোয়াট কাহীনি তৈরি করিনি।

একটা মানুষকে নিয়ে যদি চিন্তা করেন,তাহলে চিন্তা জগতের শেষ পর্যন্ত পৌছুতে সক্ষম হবেন না।

চলুন আমরা মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ চক্ষু নিয়ে চিন্তা করি— যতটুকু জ্ঞান আছে।

আল্লাহ তায়ালার এক বিশ্ময়কর নিদর্শন মানব চক্ষু।

আমাদের চোখের পেছনেও বিশাল বড় এক ডেটাবেজ সংরক্ষিত রাখা আছে, যা আমাদের চোখ দেখতে পারেনা।
উদাহরণ সরুপ আলো যা আমাদের চোখের মধ্যে রয়েছে, প্রতি মুহুর্তে আমাদের চোখের আলো গায়েবীভাবে আপডেট হতে থাকে,যা আমরা বাহ্যিক চোখে দেখিনা,
অনুরুপভাবে সূর্যের আলোও প্রতি মুহুর্তে আপডেট হতে থাকে,কিন্তু তা এত কম সময়ে হয়,যেটা আমরা ধরতে পারিনা,অথবা বুজতে পারিনা।
সুফিতত্বের একটি প্রসিদ্ধ দর্শন হল,ওয়াহদাতুশ শহুদ,অথবা প্রতি মুহুর্তে নতুন জীবন।যেটা প্রথম অনুভব করেছিলেন শায়খে আকবর মুহিউদ্দিন ইবনে আরাবী রহমাতুল্লাহি আলাইহি,তারপর মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি মছনবী শরীফে তার বিস্তারিত ব্যাখা করেছেন।
এই তত্বের খোলাছা হলো মানুষ প্রতি মুহুর্তে নতুন নতুন জীবন লাভ করে,অর্থাৎ মানুষ প্রতি মুহুর্তে মরে আবার জীবিত হয়।এই মরন এবং জীবন এত দ্রুত ঘটে যা আমরা বুজতে পারিনা।
মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন,ধরুন চাকা কেউ দ্রুত ঘুরাচ্ছে,চাকার মধ্যে একটি ভিন্ন কালারের বিন্দু বসানো আছে,এখন প্রচুর বেগে ঘোরানোর কারনে এই বিন্দুটি পুরো চাকা জোড়া মনে হবে, মাঝখানে ফাঁকা বুঝা যাবেনা।ব্যাপারটি ঠিক অনুরুপ। আমাদের এই পুরো বিশ্বজগত প্রতি মুহুর্তে নতুন নতুন জীবন লাভ করে,কিন্তু দ্রুতগতির কারনে আমরা তা বুজতে পারিনা।

অনুরুপ মানব চোখের আলো প্রতি মুহুর্তে আপ টু ডেট হয় যা আমরা ধরতে পারিনা বুজতেও পারিনা।
ইনশাল্লাহ আগামি পর্বে আবার দেখা হবে,আমার পুরো আলোচনার খোলাছা হলো, আমাদের এই বাহ্যিক জগতের পেছনে বিশাল বড় একটি আত্মিক জগত রয়েছে,যা আমরা দেখিনা,কারন আমাদের চোখও সেই জগত থেকেই পরিচালন হয়।
আবার দেখা হবে কোনো এক মুহুর্তে কোনো এক লগ্নে, সে পর্যন্ত আল্লাহ তায়ালা সবাইকে ভালো রাখুন সুস্থ এবং সুন্দর রাখুন।আমিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.