| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলাইমান হোসেন
সামুতে যা প্রকাশযোগ্য নয় তা আমার ব্যক্তিগত ব্লগে লিখে রাখি যেমন আত্মজীবনি,কবিতা ইত্যাদি https://hridoyeralo.blogspot.com/
বাংলাদেশে সরক দুর্ঘটনায় যত মানুষ মারা যায়,অনেক দেশে যুদ্ধেও এত মানুষ মারা যায় না।কিন্তু এই গুরুত্বপূর্ণ ইস্যুটিতে সরকারের কোনো শক্তিশালী পদক্ষেপ চোখে পরে না।সরকার সুধু সরক দুর্ঘটনায় মৃতদের তালিকা তৈরি করতে ব্যাস্ত,সরকের মেরামত,পূণর্গঠন এবং কঠোর সরক আইন বাস্তবায়নের বিষয়টি অনেকাংশে অনুপস্তিত।
যেকারনে আমরা প্রতিদিনই মূল্যবান প্রানগুলো হারাই।
সরক দুর্ঘটনার মূল কারনসমূহ—
পথচারী দুর্ঘটনার কারন:
১।ওভার ব্রীজ এভয়েড করা।
২।দুইপাশে ভালোভাবে না দেখে রাস্তা পার হওয়া।
৩।ফুটপাত এভয়েড করে,মূল সরক দিয়ে চলা।
৪।নেশাদ্রব্য পান করা।
৫।ধৈর্য হীন হওয়া।
ড্রাইভারদের দুর্ঘটনার কারন:
১।প্রতিযোগী মনোভাব নিয়ে ড্রাইভিং করা।
২।নেশাদ্রব্য পান করে গাড়ি চালানো।
৩।স্বাভাবিক গতিকে অতিক্রম করা।
৪।অপরিপক্কতা, অথবা ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানো।
৫।চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো।
সরক দুর্ঘটনা এড়াতে সরকারের কর্ত্যব্য—
১।রাস্তার দুইপাশে রেলিং স্থাপন করা,বিশেষকরে ঝুঁকিপূর্ণ জায়গা গুলোতে এটা খুবই জুরুরি। যেখানে,নদী নালা খাল বিলের উপর দিয়ে মহাসরক রয়েছে,সেসব জায়গায় রেলিং থাকা খুবই জুরুরি।
২।ভাঙাচুরা রাস্তাগুলোকে দ্রুত মেরামত করা।
৩।কঠোর সরক আইন বাস্তবায়ন করা।ঝুকিপূর্ণ জায়গাগুলোতে ওভারব্রীজ স্থাপন করা।
৩।একমুখী রাস্তাগুলোকে দ্বিমুখী বানানো।
৪।গতি নিয়ন্ত্রন বাঁধ দেওয়া,বিশেষ করে ঝুকিপূর্ণ জায়গাগুলোতে।
৫।রাস্তার পাশে বিশেষ চিন্হ সমূহ স্থাপন করা,যেন ড্রাইভার সহজেই দিক নির্ণয় করতে পারে।
সবশেষে,
আমাদের বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়ার কারনে দুর্ঘটনা স্বাভাবিক হলেও, আমাদের সতর্কতা পারে দুর্ঘটনা অনেকাংশে কমাতে।এজন্য সরকার এবং জনগনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
"যার হারায়, সেই সুধু বুঝে হারানোর ব্যাথা"
"কি যাতনা বিষে,বুঝিবে সে কিসে
কভু আশিবিষে দংশেনি যারে"
"আল্লাহ তায়ালা আমাদেরকে নিরাপদ রাখুন,যেখানেই আমরা থাকিনাকেন"
নিচে সাম্প্রতিক কিছু মর্মান্তিক সরকদুর্ঘটনার লিংক দেওয়া হলো—
১।বনিকবার্তা থেকে একটি লিংক(সাম্পরতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা গুলোর একটি)
২|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০০
সুলাইমান হোসেন বলেছেন: ধন্যবাদ ভাই।কৃতজ্ঞতা এবং শুভকামনা
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২৬
শেরজা তপন বলেছেন: দুর্ঘটনার লিঙ্ক কোথায়;
গাড়ির পেছনে একটা হর্ণের ব্যবস্থা করতে হবে।
কারন ও করণীয় বিষয়গুলো যাদের কাজ তারা ভাবলে ভাল কিছু হবে।