| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলাইমান হোসেন
সামুতে যা প্রকাশযোগ্য নয় তা আমার ব্যক্তিগত ব্লগে লিখে রাখি যেমন আত্মজীবনি,কবিতা ইত্যাদি https://hridoyeralo.blogspot.com/
নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের শানে—
হে আল্লাহর রসূল।আপনার অভাব আজ প্রতি দমে দমে অনুভব করি।
হে প্রিয় নবীজি,আপনি নাই বলেই আজকে আমাদের এই দুরঅবস্তা।
গুনাহ এবং ফেতনার সাগরে হাবুডুবু খাচ্ছি,
আজ আর চোখে সেই আলো দেখিনা,অন্ধকারে হারিয়ে যাচ্ছি।
হে প্রিয় নবীজি,আপনার রুহানী জ্যাতি দুনিয়ার উপর নিক্ষপ করেন।
যেন আমরা সেই আলো ফিরে পাই,যেই আলোতে আলোকিত হয়েছিলো সাহাবা আজমাইনগন।
আজ আমরা আমাদের চোখে কোনো আলো দেখিনা।হে প্রিয় নবীজি।সাল্লু আলাইকা ওয়া সাল্লিম তাছলিমা।
©somewhere in net ltd.