নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জানিনা আমি কে?

সুলাইমান হোসেন

সামুতে যা প্রকাশযোগ্য নয় তা আমার ব্যক্তিগত ব্লগে লিখে রাখি যেমন আত্মজীবনি,কবিতা ইত্যাদি https://hridoyeralo.blogspot.com/

সুলাইমান হোসেন › বিস্তারিত পোস্টঃ

,,,,,,,

১৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৯

অনন্ত প্রেম
প্রথম অধ্যায়(নফসের বাহিনি পরিচিতি)
নফসের তৃতীয় বাহিনি হিংসা দমন
পাঠ—০৩

হিংসা দমন
অন্যের নেয়ামত দেখেে সহ্য করতে না পারা বা অন্তরে জ্বলার নাম হিংসা

হে প্রিয় তুমি কেন অন্যের নেয়ামতে হিংসা করো!
অন্যের নেয়ামত তো তোমার না।
তুমি হাজারও হিংসা করলেও তা পাবেনা।
তোমাকে আল্লাহ তায়ালা যা দিয়েছেন,তা চিন্তা করো।
তুমি অন্তরে প্রবেশ করো এবং চক্ষু মেলে দেখো—
তোমাকে আল্লাহ একটি অন্তর দিয়েছেন,
যেখানে প্রেমএবং মারেফত জন্মায়।
হে প্রিয়!তুমি প্রেম এবং মরিফতের থেকে,
আর কোন জিনিসকে বড় মনে করো?
যার জন্য তুমি হিংসা করা শুরু করেছো!
কি আশ্চর্যের কথা!
এরপর যদি তোমাকে হিংসা করতে দেখি,
তোমাকে আমি কঠিন সাজা দিবো।
বেহায়া কোথাকার!
তুমি অন্তরের চোখে তোমার প্রতি প্রদত্ত
আল্লাহর নেয়ামত দেখো।
সেগুলো কি কম,যে অন্যের নেয়ামতের দিকে নজর দাও।
তোমাকে আল্লাহ দিয়েছেন দুটি চোখ,
যা দ্বারা তুমি আল্লাহর নিপুণ কারিগরী দেখতে পারো,
তোমাকে দিয়েছেন চিন্তা শক্তি,
যা দ্বারা তুমি চিন্তা করতে পারো।
তোমাকে দিয়েছেন কান,
যা দ্বারা তুমি শুনতে পারো।
তোমার রিযক নির্ধারন করেছেন,
যার থেকে বেশি তুমি পেতে পারোনা।
তোমাকে মহা সম্মানিত বানানো হয়নি,
যাতে তোমারঅন্তরে অহংকার না আসে,
আর তুমি ইবলিশ শয়তান না হয়ে যাও,
তোমার থেকেও নিচুমানের লোক রাখা হয়েছে,
কত পাগল ছাগল দেখো রাস্তাঘাটে তোমাকে,
তেমন বানানো হয়নি।
তোমাকে গরুছাগল বানানো হয়নি,
কলুর বলদ দেখো কত কষ্ট করে হল চাষ করে,
শুকরিয়া করো,তুমি কলুর বলদ নও।
হে ্প্রিয় নফস!সোজা হও,
না হয় তোমাকে সোজা করা হবে,
অন্যের দিকে চোখ যায় কেন?
ফের যদি হিংসা করতে দেখি,
চোখ উপরে ফেলবো কিন্তু!
নিজের অন্তরে দেখো, তুমি কত নেয়ামতের মালিক।
অন্যের নেয়ামতের দিকে তাকালে,
তোমার কতদিক দিয়ে ক্ষতি হয়ে যায়।
(প্রিয় পাঠক,হিংসা থেকে আল্লাহ তায়ালা,আমাদেরকে রক্ষা করুন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.