| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলাইমান হোসেন
সামুতে যা প্রকাশযোগ্য নয় তা আমার ব্যক্তিগত ব্লগে লিখে রাখি যেমন আত্মজীবনি,কবিতা ইত্যাদি https://hridoyeralo.blogspot.com/
রুহ কি (পর্ব ২)
জান্নাত জাহান্নামের স্তর এবং মুকাশিফা
জান্নাত কি?
জান্নাত আল্লাহর সৃষ্টি এমন এক জগত বা মাখলুখ যেখানে সুধু সুখ শান্তি রাখা হয়েছে।আমরা দুনিয়াতে দেখি কত হাজারো মর্যাদার স্তরের মানুষ রয়েছে অনুরুপ জান্নাতেও বহু স্তরের মানুষ রয়েছে।এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব তেমন যেমন আমরা দুনিয়াতে নক্ষত্রদেরকে দেখে থাকি।কুরআন হাদিস থেকেই জান্নাতের বহু মকাম এবং স্তরের কথা জানা যায়।
আরিফদের চোখে জান্নাত এক প্রকার মাখলুক,যেমন দুনিয়া এক প্রকার মাখলুক।দুনিয়ার যেমন একটি একক রুহ আছে অনুরুপ জান্নাতেরও একক রুহ আছে।দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জন্য একটি গুপ্ত পথ রয়েছে,দুনিয়াতে এই গুপ্ত পথের নাম সিরাতুল মুসতাকিম,এবং আখিরাতে এটাকেই একটি পথের রুপ দেওয়া হবে যার নাম হবে পুলসিরাত,বুযুর্গদের কিতাব থেকে এটা পাওয়া যায়।
জাহান্নাম
জাহান্নামেও অনেক স্তর রয়েছে।সবার শাস্তি সমান হবেনা।পাপ অনুপাতে শাস্তি ভোগ করতে হবে।কুরআন হাদিস থেকে জানা যায় জাহান্নামে কঠিন হৃদয়ের ফেরেসতারা নিয়োজিত রয়েছে,যাদের হৃদয়ে কোনো মায়া দয়া নেই।তারা লৌহ মুদ্গর দিয়ে জাহান্নামিকে আঘাত করতে থাকবে।
আরিফদের চোখে জাহান্নাম আল্লাহর ক্রোধ বা গজবের বহিঃপ্রকাশ। জাহান্নাম এক ভয়ংকর যায়গা যেখানে আগুন ছাড়াও আরো বহুত শাস্তির উপকরন বিদ্যমান রয়েছে।
সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহ তাদের কোনো ডাকের জবাব দিবেননা,তাদের দিকে তাকাবেননা,
আল্লাহ তায়ালা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন।আমিন।
©somewhere in net ltd.