![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু বলার নাই।
একটা গল্প দিয়ে শুরু করি
আমার ভাগিনা লিহান । বয়স ৪ বছর হবে । তার জন্ম জার্মানিতে । কিছুদিন আগেই সে প্রথমবার দেশে আসছে । তাকে নিয়ে ঘুরতে বের হলাম এক বিকালে । সে আইসক্রিম খাবে, বায়না ধরল । তাকে একটা আইসক্রিম কিনে দিলাম । তো ২ – ৩ ঘণ্টা বেড়ানোর পর তাকে নিয়ে বাসায় চলে আসলাম । আসার পর সে আমাকে তার পকেট থেকে আইসক্রিমের পলি বের করে দিয়ে বলল – মামা কোথায় ফেলবো?
আমি তখন জিজ্ঞেস করলাম- “তুমি এখনো পকেটে নিয়ে আছো এইটা?”
সে বলল – “কোথাও ডাস্টবিন দেখলামনা যে ফেলবো”।
আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম আর মাথার ভিতর কতকিছু নাড়া দিয়ে গেল ।
এই শিক্ষাটা আমরা বই পুস্তকে অনেকবার পড়েছি, কিন্তু আসলেই কতটুকু শিখেছি অথবা শিক্ষাটা বাস্তব জীবনে প্রয়োগ করি??? সমস্যাটা কোথায়?
কিছুদিন আগে এক জরিপে জানতে পারলাম বিশ্বের সবচেয়ে অপরিষ্কার শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষে । বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকা ২য় অবস্থানে । একটা ময়লা আমরা ইচ্ছা করলেই যত্রতত্র না ফেলে হাতের মুঠোয় রেখে কিছুদূর ময়লা ফেলার স্থানে ফেলতে পারি । এইটা তেমন কষ্টের কিছু না। শুধু সুস্থ মানসিকতার প্রয়োজন ।
এই সামান্য ভাবনাটা পারে গোটা একটা দেশকে বদলে দিতে । আমরা ছোটবেলা থেকে এই শিক্ষা শিখি নাই, তাই বলেকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও শিখাবো না? আমাদের জন্য না হোক , তাদের জন্য হলেও তাদের এই শিক্ষার প্রয়োজন আছে । দেশের সামরিক বাহিনী, অর্থনীতি , শিক্ষা বেবস্থা যতই এগিয়ে যাকনা কেন, যাদের জন্য দেশ- দেশের সব, তাদের মন- মানসিকতার পরিবর্তন যদি না হয় দেশ কখনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে দেশের পরিবর্তন সম্ভবও না ।
বিভিন্ন পত্র – পত্রিকায়, বিজ্ঞাপনে অথবা পরিচিত কারো মুখে প্রায় বলতে শুনি “ আমি দেশের জন্য কি করেছি?” প্রশ্নটা আসলেই চিন্তার বিষয় । দেশ আমার জন্য কি করেছে, প্রায় সময় মাথায় আসে কথাটা। তখন শুধু একটা কথাই মাথায় আসে দেশ আমার জন্য কিছু করেনি, অন্তত থাকার জন্য একটুকরো জায়গা দিছে , বাংলাদেশী হিসাবে পরিচয় দেয়ার সুযোগ দিছে । অন্তত রোহিঙ্গা বলার কষ্ট থেকে মুক্তি দিছে এই দেশ আমাকে।
এই দেশের জন্য কতটুকুইবা করার আছে আমার? তারপরেও যতটুকু সম্ভব আমরা সকলেই সকলের জায়গা থেকে করার চেষ্টা করছি । কর দেয়া , উচ্চ-শিক্ষিত হয়ে স্বল্প পারিশ্রমিকে শ্রম দেয়া , নিরবে অনেক কষ্ট সহ্য করা থেকে শুরু করে আরও অনেক কিছু করি আমরা। কিন্তু আমাদের বেক্তিগত এই সর্বোচ্চ ত্যাগ দেশের জন্য কতটুকু?
হয়তো আমার একলার পক্ষে দেশের জন্য অনেক বড় কিছু করার সামর্থ্য নাই কিন্তু চেষ্টা থাকলে সামান্য কিছু হলেও করতে পারি ।
১১ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৫
হাইড্রোজেন বলেছেন: আমরা সবাই সবকিছু বুঝি..।.।.। কিন্তু বুঝেও মানিনা.।।। সমাধান কি??
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৫ দুপুর ২:০৭
বটের ফল বলেছেন: সবার আগে দরকার, সুস্থ মানসিকতা , দায়িত্ববোধ ও বিবেচনাবোধ।