![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু বলার নাই।
কাবা শরীফের ইতিহাসের একটি ছবি ব্লগ । যুগ যুগ ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি ,ইসলামিক দার্শনিক , গবেষকগন দ্বারা লিখা ইসলামের বিভিন্ন কিতাবে কাবা শরীফের যে ছবি ব্যাবহার করা হয়েছিল সেই সকল ছবির সংকলনের মাধ্যমে কাবা শরীফের ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো এই ব্লগে ।
সাধারণত ২০ বছর থেকে ৫০ বছর পর পর কাবা শরীফের অভ্যন্তরীণ সংস্কার কাজ করা হয়ে থাকে ।
২০১০ঃ
২০১১ঃ
২০১২ঃ
২০১৩ঃ
২০১৪ঃ
২০১৫ঃ
স্যাটেলাইট ভিউঃ
সংক্ষেপে কাবা ঘর তৈরির ইতিহাসঃ
হাদিস শরীফে উল্লেখ আছে, চতুর্থ আকাশে বা দুনিয়ার নিকটবর্তী আসমানে আকরিক পাথর দ্বারা নির্মিত একটি মসজিদ রয়েছে যার নাম বাইতুল-ইজ্জত যাকে বাইতুল মামুরও বলা হয়। এটি কাবা শরীফের বরাবরে দুনিয়ার নিকটবর্তী আকাশে ফেরেশতাদের ইবাদতগাহ। ফেরেশতারা এখানে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকে। মুসলিম জাতির আদি পিতা হজরত আদম (আ.) ইবাদতের জন্য একটি মসজিদ চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন। তখন আল্লাহ্ পাকের হুকুমে ফেরেশতারা বাইতুল মামুনের নকশা পৃথিবীর মধ্যস্থলে ফেলে দেন। হজরত আদম (আ.)-এর ছেলে হজরত শীষ (আ.) ওই নকশার উপর ভিত্তি করে ওই স্থানে একটি মসজিদ নির্মাণ করেন। এ মসজিদই আমাদের বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। মক্কা শরীফের প্রসিদ্ধ স্থানসমূহ কাবা শরীফঃ কাবাঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। কাবা বা আল্লাহর ঘর, কাবা শরীফ পবিত্র মক্কা নগরীতে অবস্থিত। কাবা শরীফ বা আল্লাহর ঘরখানা বর্গাকৃতির। কাবাঘরের উচ্চতা ৩৯ ফুট ৬ ইঞ্চি। এর পূর্ব দেওয়াল ৪৮ ফুট ৬ ইঞ্চি, পশ্চিম দেওয়াল ৪৬ ফুট ৫ ইঞ্চি, উত্তর দেওয়াল (হাতিমের পাশ) ৩৩ ফুট এবং দক্ষিণ দেওয়ালে (কালো পাথর কর্নার থেকে ইয়েমেনি কর্নার) ৩০ ফুট। (ইবরাহিমিক ফাউন্ডেশন) এ পবিত্র ঘরখানা মানব কল্যাণের জন্য তৈরি করা হয়েছে।
ধন্যবাদ সবাইকে .।.।.।.।
২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
হাইড্রোজেন বলেছেন: জনসংখ্যা যে হারে বাড়তেছে , সংস্কারেরত বিকল্প নেই । তারপরেও , আল্লাহর ঘর । আল্লাহ যেমন চায় তেমনই হবে।
ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
করিম বস বলেছেন: ভালো লাগল দুর্লভ ছবি গুলো তবে বর্তমানে কাবাগৃহ তার সুন্দর্য্য হারাচ্ছে হারিয়ে পেলছে বর্তমানে বেপক পরিবর্তনের জন্য