নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে মানুষ জীবনের মূল্য দিতে জানে, জীবন কখনো তাকে নিরাশ করে না।

জীবন আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার। তুমি তার মূল্য দেও, সেও তোমাকে মূল্য দিবে।

হাইড্রোজেন

কিছু বলার নাই।

হাইড্রোজেন › বিস্তারিত পোস্টঃ

মনুষ্যত্ববোধহীন এক প্রধানমন্ত্রী

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৬

ঢাকা শহরের সবাই বিশেষ করে মিরপুর এলাকার মানুষজন প্রায় একটা অনাকাঙ্ক্ষিত জ্যামের সম্মুখীন হতে হয় শুধু মাত্র প্রধান মন্ত্রীর কারনে । আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যান , সেই রাস্তা তার যাওয়ার ২০ মিনিট আগ থেকে বন্ধ করে দেয়া হয়। এই ২০ মিনিট বন্ধ থাকার কারনে সৃষ্টি হয় ১ ঘণ্টার দীর্ঘ জ্যাম । বিজয় সরণীতে প্রায় প্রতিদিন অফিসে যাওয়ার সময় এবং অফিস থেকে আসার সময় ২০ মিনিট থেকে শুরু করে প্রায় ১ ঘণ্টা পর্যন্ত সহ্য করতে হয় এই জ্যাম । যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম , তখনো অনেক দিন পরীক্ষার কক্ষে সময় মতন যেতে পারতাম না। আর আজ ইফতারের ২ ঘণ্টা আগে বের হয়েও বাসায় এসে ইফতার করতে পারি না।
আপনার ইফতার পার্টি আছে , থাকবে । আপনি যেমন রোজা রাখেন আমরাও রাখি । আপনার ইফতারের তাড়া আছে , আমাদেরও আছে। আপনার মতন আমরাও মানুষ । কিন্তু আপনি কি দেখেননা ইফতারের ৩০ মিনিট আগে জ্যামে বসে থাকা ক্লান্ত মানুষগুলোকে । আর কতদিন আপনার এই ন্যাকামো সহ্য করতে হবে?
যদি প্রয়োজন হয় আপনি আপনার নিজের জন্য আলাদা সড়ক তৈরি করেন । প্রয়োজন হলে হেলিকপ্টার কিনেন । আমাদের কোন আপত্তি নেই । আর যদি তাও না পারেন বাসায় বসে যা করার করেন । তারপরেও আপনার একজনের জন্য শত শত মানুষকে এইভাবে কষ্ট দিয়েন না। মানুষগুলোকে একটু মানুষ বলে গণ্য করেন ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৩

নৈশ শিকারী বলেছেন: আপনার উপলব্ধি গুলো আমার সাথে মিলে গেল, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কন্যা বলে অনেকে উনাকে আখ্যায়িত করে, কিন্তু সীমাহীন যানজট উপহার দিয়ে উনি আমাদের কোন ধরনের ডিজিটাল চেতনা উপাহার দিলেন? এআই ব্যাপারে আমি কনফিউসড।

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৯

হাইড্রোজেন বলেছেন: আর সহ্য হয় না.।। আর কত দিন??

২| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:৪২

নতুন বলেছেন: সমস্যা হইলো প্রধান মন্ত্রীর কাছের চাটুকারদের কারনে তিনি এই রকমের সমস্য তার দৃস্টগোচর খবই কম হয়।

একবার আমাদের কলেজে প্রধানমন্ত্রী এসেছিলো। তিনি যেই পথে যাবেন সেই পথগুলি 24/7 কাজ করে সব ঠিক করে ফেললো। কিন্তু উনি যদি কোথাও একটা ডানে /বায়ে গাড়ী ঘোরাতে বলতেন তবেই শহরের রাস্তার করুন হাল টের পেতো।

এটা যদি সত্যাই প্রধানমন্ত্রীর কানে পৌছানো যায় তবে হয়তো তিনি ব্যাবস্তা নেবেন। কিন্তু তার চারিপাশের চাটুকারের দলরের জন্য অনেক সমস্যাই কতাব্যক্তিদের কাছে পৌছায় না।

তবে এরউপরে একটা ভিডিও বানাতে পারেন। যেটা অনলাইন মিডিয়াতে সবাই প্রচারনা শুরু করলে কতাবেক্তিদের নজরে পরবে।

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৩

হাইড্রোজেন বলেছেন: আপনার আইডিয়াটা পছন্দ হইছে । কিন্তু এতো সময় কোথায়? সমস্যাটা ওনার কান পর্যন্ত পৌঁছানো খুব জরুরী.।.।.।

৩| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৫

নতুন বলেছেন: ঐ পযন্ত পৌছাইতে তো সময় আর কস্ট একটু করতেই হবে।

৪| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৫

নতুন বলেছেন: এটা টাইম ল্যাপস ভিডিও বানাতে পারেন।

৫| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনা যদি ব্লগ পড়তেন, এ ধরণের পোস্ট থেকে নিজের ওজন বুঝতেন, তিনি ভালো মানুষ ও ভালো প্রধানমন্ত্রী হতে পারতেন; উনাকে ব্লগিং শিখানো দরকার!

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪১

হাইড্রোজেন বলেছেন: উনাকে ব্লগিং শিখানো দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.