![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে
জীবন যুদ্ধে পরাজিত আমি এক সৈনিক ।যুদ্ধ করে চলেছি এই সমাজের সাথে ।আমার মত লক্ষ লক্ষ যোদ্ধা আছে এই দেশে ।মূল্যায়িত করা হয়না আমার মত যোদ্ধাদের সম্মানিত করা হচ্ছে মুক্তি যোদ্ধাদের ।আমিও চাই প্রয়োজনে দেশটা লিখে দেওয়া হোক ওনাদের তবে চোদ্দ গুষ্টি কোটার আওতাভুক্ত এটা কেমন ?একাত্তরে আমার পিতার বয়স সাত বছর গল্প শুনেছি এই সাত বছরের শিশুটিও উত্সাহ ও সহযোগিতা করতো মুক্তিযোদ্ধাদের জয় বাংলা জয় বাংলা বলে ।যুদ্ধের সময় শালা(কোটার ব্যবস্থা না করে দেওয়ার কারনে শালা বলে গালি দিলাম)দাদার চোখের সমস্যার কারনে মন চাইলেও যুদ্ধ করতে পারিনি মুজিবের হয়ে,দাদা তুমি মরলে যখন পাকিস্থানদের হাতে কেনও মরলেনা ?দোষটা কার বিধাতার ?হে বিধাতা তোমাকে বলছি নতুন করে যুদ্ধ দাও এই দেশে ।সেই যুদ্ধে মুক্তিযোদ্ধার দলে থাকবো আমি ।সেই সাথে মুক্তি যোদ্ধার দলে রাখবো আমার স্তীর গর্ভে দুই মাস ঘুমন্ত আমার সন্তানটিকেও ।বাদ যাবনা এবার মুক্তিযোদ্ধার তালিকা থেকে ।
©somewhere in net ltd.