![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে
এবার কে ক্ষমতায় যাবে জানিনা ।তবে হাসিনা নির্বাচনের যে পদ্ধতি নিয়ে এসেছে ,এই পদ্ধতিতে আসন্ন নির্বাচনের পরবর্তী নির্বাচন হলে আমার মনে হয় ভাল হত ।তাহলে হাসিনা খালেদা দুজনারই কথা থাকতো ।আমরা কেনও যে,কোনও সমাস্যা আলোচনার মাধ্যমে মিমাংশা করতে পারিনা ?সত্য কথা বলতে আমাদের রাজনীতিতে ভাইরাস ঢুকে গেছে ।যে ক্ষমতায় থাকে দেশটা তার নিজের মনে করে ।আর বিরোধীদলের কাজ হল সরকারী দলের ভাল মন্দ সব কাজে বিরোধীতা করা ।আমার ধারণা,হাসিনা হোক আর খালেদা হোক ক্ষমতায় থেকে যদি বিরোধী দলের বলে প্রধান মন্তী তোমাদের মধ্য থেকে বানানো হবে ,বিরোধী দল তাও বিরোধীতা করবে ।বিরোধী দল যদি সরকারী দলের বলে তোমরাই আজীবন ক্ষমতায় থাকবে সরকারী দল মেনে নেবেনা ।কারণ এদের কাজ হল একে অপর কে বিরোধীতা করা ।এরা কোন কাজে একমত হতে পারেনা ।এরাই দেশটাকে ধ্বংশ করেছে ।যারা আরও ধ্বংশ করতে চাই দেশটাকে ।তাদের মুখে আমি থুথু দিলাম ।পারলে আপনারা কিছু দিয়েন ।
©somewhere in net ltd.