![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে
আমি জানি কবিতা লেখা
আমার শোভা পায় না.
তবু নিল্লর্জ হয়ে লিখি
কারণ মম চিত্ত মানে না ।
তাই বলে তোমরা
মোর কবিতা কে পরাবে কপনি,
জানা ছিলনা আমার
মোরে দেবে অন্তর টিপুনী ।
আমি গ্রামের ক্ষুদ্র কবি বলে ,
আমার কবিতাকে ফেলবে পায়ের তলে।
মহাদেশ অতল সাগর গড়ে তোলে
বিন্দু বিন্দু জল ছোট ছোট বালু কণা,
তোমাদের নেই কি জানা ।
আমার মত ক্ষুদ্র ক্ষুদ্র কবির কবিতা,
একত্রে হলে হবে বাংলার সবিতা ।
আমি গ্রামের ক্ষুদ্র কবি বলে
রেখোনা তলে ফেলে,
এই আমি উত্সাহ পেলে
হীরা হয়ে উঠতে পারি জ্বলে
উপহাস নয় উত্সাহ মোর কামনা,
লিখবো আবারও পাই যদি অনুপ্রেরণা ।
২| ০৭ ই জুন, ২০১৩ রাত ৮:১৩
এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: ধন্যবাদ ভাই জান
৩| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৩
অস্হির বলেছেন: সবাইকে দিয়ে সবকিছু হয়না। উৎসাহ/অনুপ্রেরণা অবশ্যই পাবেন, তবে লুলামি করে নয়। আপনার (০৮ ই জুন, ২০১৩ ভোর ৬:৪৩) এর পোস্ট-ই বলে দেয় আপনার মানসিক চিন্তাধারা।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৫
হায়দার সুমন বলেছেন: +++++++
লিখুন, াপনার কবিতার পাশে ামরা