নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জানি দিন দিন রাজনীতিবিদদের প্রতি ভালবাসা হারিয়ে ফেলছি **

এই স্বাধীনতা চাইনি আমি

ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে

এই স্বাধীনতা চাইনি আমি › বিস্তারিত পোস্টঃ

বলনা তুমি এসে

০৮ ই জুন, ২০১৩ ভোর ৬:৪৩

গাঁয়ের লোক বলতো এক সময়

গর্ব করে ,

আমার মত ভাল ছেলে নেই নাকি

আমার গাঁয়ের কোনও ঘরে ।

আমি করিনা ধুমপান ,

গাঁয়ে আছে মোর সম্মান ।

ব্যস্ত থাকি নিয়ে কর্ম ,

মেনে চলি ধর্ম ।

ঘুরিনা বখাটেদের সাথে ,

আরও সম্মান বাড়ে আমার

কমেনা তাতে ।

ছোটদের আদর বড়দের মর্যাদা ,

করি আমি সর্বদা ।

কেমন ওলট পালট হয়ে গেছে আজ ,

ভাল লাগেনা কোনও কাজ ।

বেকার হয়ে বসে আছি ,

সিগারেট এখন হয়েছে সাথী ।

হয়ে গেছি আজ বড় নষ্ট ,

হৃদয়ে এখন শুধু কষ্ট ।

পতিত হয়ে গেছি আমি

নিজেই বুঝতে পারি ,

আমি যে আজ অসহায়

শুধু করতে পারি আহাজারী ।

আমার অপ্রত্যাশিত পরিবর্তনের কারণ

কেহ জানেনা ,

কিন্তু তোমার তো নেই অজানা ।

কেনও দিই আমি তাঁসের আড্ডা ,

কেনও নিজেই নিজের বাজায় বারোটা ।

তুমিই তো জানও

এতটা পরিবর্তন শুধু তোমারী জন্য ,

আমিও জানি নতুন পথের পথিক আমি

এতে তুমি হওনি ধন্য ।

আমার এতটা পরবর্তন

তোমার ছিলনা কামনা ,

তাই তো বলছি তোমাকে

তুমি এসে আমায় বলনা ।

এই আমি তোমারে দিলাম দেখা ,

এবার থেকে যেনও হয় ভাল থাকা ।

দাও তুমি আমাকে

ভালবাসার প্রতিশ্রুতি,

আমি করবো চিত্ত শুদ্ধি ।

ধুমপান করবোনা ,

আগের মত হয়ে যাব

বেকার থাকবোনা ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:১৬

যোগী বলেছেন:
মানে কি?

২| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪০

কান্টি টুটুল বলেছেন:

পাবলিকের হাতে কার ছবি তুলে দিলেন,আপনার বোন নাকি বউয়ের ছবি?

৩| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:১৭

সরদার হারুন বলেছেন: সমস্যার সমাধান কি ভাল পরিত্যাগ করে মন্দকে প্রহন করা ?আপনি কোন ছন্দে লিখেছে ? কত মাত্রায় ? তা আমি বুঝিনি ।
দয়া করে বললে ভাল হয়।

৪| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৩

তাসজিদ বলেছেন: life is cruel.

যে মেয়েটির ছবি ব্যাবহার করা হয়েছে, সে কি জানে বা তার অনুমতি কি নেয়া হয়েছে।

৫| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:০১

বাংলাদেশী দালাল বলেছেন: মাথা ঠিক আছে?

৬| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:০৫

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: এটা কার ছবি? কারোর ছবি নেটে ছাড়ার আগে তার অনুমতি নেওয়া লাগে এইটা জানস না।

আমার ত মনে হয় লুলামি কইরা কার ছবি নেটে ছাইড়া দিসস।

৭| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:১৫

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: এটা আমার ছোট বোনের ছবি ।

৮| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:২৫

অস্হির বলেছেন: হিতাহিত জ্ঞান নাই যাদের, তাদের পক্ষেই সম্ভব নিজের বোনের ছবি নেটে প্রকাশ করা। আমার ধারনা আপনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে মিথ্যা বলছেন। লজ্জিত হয়ে মন্তব্যের উত্তর না দিয়ে ছবিটি মুছে ফেলা উচিৎ ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.