![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে
দুই ভাইকে লাশ হয়ে ফিরতে হচ্ছে দেশে
তিন মাস পরে ছুটিতে যাবার প্রস্তুুতি নিচ্ছিলেন লাবলু আর শাবাবুর,কিন্তু তাদের ভাগ্য এখনি দেশে যেতে বাধ্য করল ।গত ১৩ই সেপ্টেম্বর শনিবার মালয়েশিয়ার পেনাং এ IGM এর নিৰ্মাধীন ভবনে দূৰ্ঘাটনা হয় ।দূৰ্ঘাটনার স্থানেই মারা যান যশোর ঝিকরগাছার পুরুন্দপুর ঢালি পাড়ার আব্দুল গনির ছোট ছেলে লাবলু ।আহত অবস্থায় হাসপাতালে ভৰ্তি করা হয় আব্দুল গনির আরেক ছেলে শাবাবুরকে ।গত কাল শাবাবুর ও মারা গেছে ।গত ১৮ই সেপ্টেম্বর লাবলুর লাশ গ্রামে পৌছায়ছে এখন শাবাবুরের লাশ পাঠানোর অপেক্ষায় ।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: এদের কষ্টার্জিত টাকায় দেশের অর্থনীতি টিকে আছে অথচ বিমানবন্দরে এদেরকে নানান ভাবে হয়রানি করা হয়। যেটা বন্ধ করার জন্য অথবা উন্নত সেবা প্রদান করার জন্য কারো কোনো মাথাব্যাথা নাই এবং উদ্যেগ ও নাই।