নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জানি দিন দিন রাজনীতিবিদদের প্রতি ভালবাসা হারিয়ে ফেলছি **

এই স্বাধীনতা চাইনি আমি

ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে

এই স্বাধীনতা চাইনি আমি › বিস্তারিত পোস্টঃ

রোঙ্গিগা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৬

রোঙ্গিগারা ধৰ্ষণ করেছে মায়ানমার মেয়েদের



গতকাল রাতে পেনাংয়ের বুকিট জাম্বু রেলাও সায়োর ক্ষেত এলাকায়,আইডিয়াল এর নিৰ্মাধীন ভবনের কংসিতে ( শ্রমিকদের থাকার জায়গা ) গায়ে পানি পরাকে কেন্দ্ৰ করে সংঘৰ্ষ শুরু হয় ।প্রথমে মায়ানমার এক ব্যক্তির কাছ থেকে পানি পড়ে যায় এক রোঙ্গিগার গায়ে ,মায়ানমার ভুল বুঝে সরি বলে তারপরও থাপ্পড় মারে রোঙ্গিগা ।মায়ানমার ক্ষেপে গিয়ে দল বেধে মারধর করে রোঙ্গিগাকে,এরপর কংসি শান্ত,সবাই ঘুমাতে যায় ।রাত ১০ টার দিকে রোঙ্গিগারা একত্রে হয়ে হন্যে হয়ে খোজে মায়ানমারদের ,সামনে যাকে পায় তাকেই জখম করে ।এক দম্পতির স্বামী কে বেধে,স্ত্ৰীকে ধৰ্ষণ করেছে কয়েকজন মিলে । স্বামীর মলদ্বারে রড ঢুকিয়েছে ,অনেক কে উপর থেকে ফেলে দিয়েছে ।অবশেষে বাঙ্গালীরা বাধা দিলে রোঙ্গিগারা পালিয়ে যায় ।এক শিশুকেও খালে ফেলে দিয়েছে।হাসপাতালে ভৰ্তি করা হয়েছে ৪ জনকে,রাতেই নিখোজ হয়ে গেছে ২জন মায়ানমার ।সকালে অনেক মায়ানমার কে ভয়ে কংসি থেকে চলে যেতে দেখা গেছে ।আজ বিকাল ৫টায় রোঙ্গিগাদের ধরতে পুলিশ অভিযান ।অভিযানে বাঙালী সহ ৪০ থেকে ৫০ জনকে আটক করছে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫

ইউরো-বাংলা বলেছেন: এই ঘটনাকি পেনাং , মালয়শিয়াতে ঘটেছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.