নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জানি দিন দিন রাজনীতিবিদদের প্রতি ভালবাসা হারিয়ে ফেলছি **

এই স্বাধীনতা চাইনি আমি

ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে

এই স্বাধীনতা চাইনি আমি › বিস্তারিত পোস্টঃ

আমরা প্রবাসী আমাদের দিকে দৃষ্টি দিন ।

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০

2008 সালের 13 ই জুন রোজ শুক্রবার বাংলাদেশের স্মোথ আর মালয়েশিয়ার সিমপাংনুসার ষড়যন্ৰে আমি পতিত , অবনীর বুকে মালয়েশিয়া নামক এক আজব নরকে । শুধু আমি না আমার মত অনেকেই এই যড়যন্ৰের শিকার . এটার জন্য দায়ী একমাত্র বাংলাদেশ সরকার । বিশ্বে মালয়েশিয়া চির বসন্তের দেশ হিসাবে পরিচিত থাকলেও , বাংলাদেশ সরকারের নীরবতা আর দূতাবাসের কুলাংঙ্গারদের কারণে মালয়েশিয়া বাংলাদেশীদের কাছে নরক । আর দূতাবাসের কুলাংঙ্গারদের কারণে মালয়েশিয়া বাংলাদেশীদের কাছে নরক । এই নরকে আসার পর আমাদের কে শোষণ করার জন্য দায়িত্ব পান , বাপের বেজম্মা কুলাংঙ্গার মুজিবার , শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামে তার বাড়ি । তার সহযোগিতায় ছিল ঝিনাইদাহ জেলার কালীগন্জ থানার বেলেডাঙ্গা গ্রামের বাপের আরেক জারজ সন্তান শাহিন । আমি সহ চনচল , কদর , হান্নান , হাবিব , নূর হোসেন , নূর ইসলাম , আসাদুল সহ অনেকেই দুই বছর ছিল তাদের হাতে বন্দি। বন্দিদশায় থাকা কালীন যখন সব আশা ছেড়ে দিয়ে কিংকৰ্তব্যবিমূঢ় হয়ে বসে আছি , তখনই বিধাতার ইশারায় আশার বানী নিয়ে হাতছানী দিয়ে ডাকছে আমাদের প্রবাসী কন্ঠ । এই নরক থেকে বাঁচার জন্য প্রতি সপ্তায় কিছু মন্ত্ৰ প্রকাশ করে প্রবাসী কন্ঠ । প্রবাসী কন্ঠের প্রকাশকঃ সম্পাদক গৌতম রায় , এনাকে দেবতা বললে ভুল হবেনা , আমরা যখন পদ দলিত , আমাদের হয়ে যখন কেও প্রতিবাদ করতে আসেনি তখন পাশে পেয়েছি এই গাৌতম রায় কে । এই প্রবাসে এই গৌতম রায় ই আমাদের অভিভাবক , ইনিই বন্ধু ইনিই একান্ত আপনজন । এই গৌতম রায়ের সহযোগিতায় আমি হাইকমিশনে যোগাযোগ করি , সহযোগিতা তো দূরের কথা ভাল ব্যবহার টুকু পাইনি । অবশেষে গৌতম রায়ের আমন্তণে জোহর বারু থেকে কুয়ালারামপুর যাই , সাক্ষাৎতে সে দিনই বুঝেছিলাম এই লোকটি মানব না , দেবতা । এই লোকটি যাহা বলিব সত্য বলিব শিরোনামে সত্য লিখে বন্ধু হয়েছেন অনেকের , আবার শত্ৰুও হয়েছেন দালাল আর অসাধু হাইকমিশনের লোকের কাছে । যাহা বলিব সত্য বলিব ভাল লাগার কারণে প্রবাসী কন্ঠের অনেক গুলো সংখ্যা দেশে নিয়ে গিয়েছিলাম । আমার প্রতিষ্ঠিত পূৰ্বাশা সমাজ কল্যাণ সমিতি ও পাঠাগারে রেখে এসেছি । অবশেষে বলবো বাংলাদেশ সরকার ও দূতাবাসকে আপনারও আমাদের পাশে আসুন গৌতম রায়ের মত ।

গৌতম রায়]
প্রবাসী কন্ঠ
প্রবাসী কন্ঠ

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.