নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন জানি দিন দিন রাজনীতিবিদদের প্রতি ভালবাসা হারিয়ে ফেলছি **

এই স্বাধীনতা চাইনি আমি

ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে

এই স্বাধীনতা চাইনি আমি › বিস্তারিত পোস্টঃ

ফুলের রাজ্যে ভ্রমণপিপাসু মানুষ যানজটে ঘন্টার পর ঘন্টা |

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২২

যশোরের ঝিকরগাছা গদখালী ফুলের রাজ্যে, গদখালি থেকে পানিসারা ৪ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে গতকাল | ভ্রমণপিপাসু মানুষ যানজটে ঘন্টার পর ঘন্টা |গতকাল শুক্রবার দুপুর ২ঃ০০ টার পর থেকে এ সড়কে যানজট সৃষ্টি হয় |ভোগান্তিতে ভ্রমণ পিপাসু হাজার হাজার মানুষ, ভোগান্তিতেও আছে স্থানীয় মানুষও |ভোগান্তি হলেও স্থানীয় মানুষ খুশি, বেশি বেশি পর্যটক আসার জন্য |ফুল মেলা উপলক্ষে প্রশাসন যানজট মুক্ত রাখার জন্য সহযোগিতা করলেও এখন কোন প্রশাসনের লোক দেখা যাচ্ছে না | স্থানীয়দের দাবি অন্ততপক্ষে প্রতি শুক্রবার প্রশাসন যেন সহযোগিতা করে যানজট মুক্ত রাখতে |ফুলের রাজ্য গদখালী ভ্রমন করতে এসেছে মাহবুর ভাই খুলনা থেকে, কথা হয় তার সাথে সে বলে সারাদিন ভালোই কেটেছে তবে এখন ভালো লাগছে না যানজটের জন্য |শেষ ভালো যার সব ভালো তার,ঝিনাইদহ থেকে আগত আর এক ভাইয়ের মন্তব্য এটা |দুপুরের পর আজ মাঝে মাঝে যশোর বেনাপোল সড়কেও দেখা গেছে কালীবাড়ি থেকে কোল্ড স্টোরেজ পর্যন্ত যানজট |সন্ধ্যার দিকে যানজট কিছুটা কম হলেও যানজটমুক্ত হয়নি সাতটা পর্যন্ত | আজ শনিবারও মাঝে মাঝে যানজট দেখা যাচ্ছে |

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: গদখালি যাওয়ার ইচ্ছা আছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: আসলে যোগাযোগ কষরবেন ।।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬

আহলান বলেছেন: ভালো তো ....

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

নয়ন বড়ুয়া বলেছেন: পার্মানেন্ট ট্রাফিকের ব্যবস্থা করে নাই? সাময়িক করলে তো, ১/২ দিন ডিউটি করে, আর করবে না, এইটাই স্বাভাবিক...

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আসলে যোগাযোগ কষরবেন ।।

হ্যা অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.