![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে
ল বহনের জন্য ট্রেনে কুলিং বগির ব্যবস্থা,চাষিরা আনন্দিত ফু| যশোর-২ ( ঝিকরগাছা-চৌগাছা ) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ তোহিদুজ্জামান তুহিন ৭ই জানুয়ারি বিজয়ের পর এই প্রথম গদখালি বাজারে এসেছেন,পূর্ব প্রস্তুতি ছাড়াই সঙ্গে ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অনেকে |যশোর বেনাপোল হাইওয়ের পাশে হাফিজুর সরদারের মার্কেটের সামনে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য |মাননীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিনীর সামনে গদখালির সমস্যা তুলে ধরেন ৪ নং গদখালী ইউনিয়নের ৪ং ওয়ার্ডের গদখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম |ডাঃ তহিদুজ্জামান তুহিন আশ্বাস দিয়েছেন সব সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে , তবে খুবই দ্রুত ফুল বহনের জন্য ট্রেনে কুলিং বগির ব্যবস্থা করা হবে |আপাতত গদখালী থেকে বহন করা যাবেনা, ঝিকরগাছাই নিয়ে গিয়ে বহন করতে হবে |চাষীরা বলছে ভোগান্তি হলেও কিছুটা উপকার হবে| উপস্থিত চাষীদের দাবি গদখালী রেল স্টেশন পুনরায় চালু করা, গদখালি রেলস্টেশন চালু হলে গদখালির শুধু ফুল না, সবজি ও সারাদেশে সরবরাহ করা যাবে |সংসদ সদস্য ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন বলেছেন গদখালি কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন| পর্যটন কেন্দ্র হিসেবে যদি গড়ে তুলতে চান তাহলে আগে গদখালী রেল স্টেশন চালুর প্রয়োজন আছে এমনটাই বলছেন স্থানীয়রা |আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা উপদেষ্টা মন্ডলের সদস্য সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা যশোর-২ আসনের এই সদস্য| ঝিকরগাছাই ওহাব দৌলাতুন্নেসা ফাউন্ডেশন এর কর্ণধার তৌহিদুজ্জামান তুহিন |সংসদ সদস্য আরো বলেন আমার ফাউন্ডেশন থেকে ফ্রী সেবা দেয়া হবে,কিছু কিছু ক্ষেত্রে নামমাত্র ফি নিয়া হবে |আপনাদের জন্য আমার ফাউন্ডেশন এর দরজা সব সময় খোলা |
১২ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪৬
এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: গদখালীতেই
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
তরি তরকারির শাকসব্জির জন্যও কুলিং বগির ব্যবস্থা দরকার,
তা হলে রাস্তার চাঁদাবাজির হাতে রক্ষা পাবে। চাষিও ন্যাজ্য মুল্য পাবে
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২১
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
৪| ১২ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪৫
এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: গদখালীতেই
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৫
মোস্তফা সোহেল বলেছেন: যশোরে বাসা কোথায় আপনার?