![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে
বাংলাদেশের ফুলের রাজ্য যশোরের গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে,
ইজি বাইকের পিছনে ছুটে নেতারা ক্লান্ত |
গত শনিবার শেষ হয়েছে এই উপনির্বাচন | গত ১১ নভেম্বর ২০২১ সালে মাত্র ৯৪ ভোটে ফেল করা প্রিন্স আহমেদ হয়েছেন বিজয়ী |এই উপনির্বাচন ঘিরে বাজারে গ্রামের মোড়ে মোড়ে,
তরুণদের সোশ্যাল মিডিয়ায় চলছে নানা মন্তব্য| ইমরান রশিদ নামে এক ব্যক্তি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়,
টাকাই সব না ,
ভালোবাসার শক্তির কাছে টাকা শক্তি নগণ্য |
সেটা আরও বেশ কিছু লোক শেয়ার করেছেন ,মন্তব্য করেছেন অনেকে|
মোঃ জাফর নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন ,
ভয় বা টাকা না,
ভালোবাসা দিলে যে ভালোবাসা পাওয়া যায়, সেটার প্রমাণ আজ আবারও গদখালি ইউনিয়নবাসী করলো |
প্রবীণ ব্যক্তিদের মন্তব্য ইজিবাইক মার্কা প্রার্থী অধ্যাপক আশরাফ ফেল করার কারণ আশরাফ দেমাগী মানুষ |সাধারণ মানুষের সাথে তিনি মিশেননি |গদখালী ইউনিয়নের প্রাণ কেন্দ্র গদখালির অনেক দোকানদারের সাথে কোনদিন অধ্যাপক আশরাফের দেখা হয়নি, দোকানদারদের অভিযোগ |
গ্রামের এক দোকানদার জানান আমার পাশ থেকে এক নেতার সাথে বৈঠক করে আশরাফ চলে গেলেন আমার সাথে কথা বললেন না |
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান রাজ্জাক মেম্বার নিয়েছে 72 হাজার টাকা
অধ্যাপক আশরাফের কাছ থেকে,
টাকা ফেরত দেয়া লাগবে না ? পাশে বসা এক প্রবীণ ব্যক্তি জানতে চান |
আর একজন বলে টাকা ফেরত দেয়া লাগবে মানে সে তো নিজের কেন্দ্রেও ফেল করেছে |
৪৭৬৬ ভোট বেশি পেয়ে প্রিন্স আহমেদ বিজয়ী হয়েছে |
অধ্যাপক আশরাফ উদ্দিন 3109 ভোট পেয়েছে শুধুমাত্র আব্দুল জব্বার, আলমগীর কবির শাহীন ,রফিকুল ইসলাম সহ শামীম হোসেন চঞ্চল সহযোগিতা করার কারণে ,তা না হলে মোটেই ও ভোট পেত না এমনটা ধারনা বেশিরভাগ মানুষের |
©somewhere in net ltd.