নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন ও চলছি নিরন্তর

টানেলের শেষ দেখার অপেক্ষায় আছি

এখন ও চলছি নিরন্তর › বিস্তারিত পোস্টঃ

বেচারাম দেউরি কোথায় অবস্থিত?

২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:৫২

"বেচারাম দেউরীতে অবস্হিত নান্না বিরিয়ানি এর মোরগ-পোলাও" খাইতে যাব কিন্তু এটা কোথায় অবস্থিত?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:২৫

যদুমধু বলেছেন: এটা পুরাতন ঢাকা তে। মাসের ৫ তারিখে আসতো মোরগ এর-পোলাও পাবেন। চানখারপুল হইতে ২৫ টাকা রিকসা ভাড়া। গুলিসতান হইতে রিকসা্ই যাও্য়া যায়। ৩ রাসতার মোড়ে ৩ টা দোকান আছে পাসাপাসি ২ টা দোকান আসল। যে কোনো একটা তে বোসে পোড়বেন।

২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:১৫

এখন ও চলছি নিরন্তর বলেছেন: নিচেরজন যা বলছে তা কি ঠিক আছে আমি ঠিকানার কথা বলছি

২| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:২৯

শান্ত কুটির বলেছেন: এটা লালবাগ কেল্লার পাশে। নীলক্ষেত থেকে ইডেন কলেজের পাশের রাস্তা দিয়ে সোজা গেলেই পেয়ে যাবেন। কিন্তু দোকান মিস করার সম্ভাবনা ১০০% কারন এই দোকানটা এতটা্ই ছো্ট যে চোখেই পড়েনা। মসজিদের নীচে সিড়ির পাশেই দোকানটা পাবেন। নাম "শাহী মোরগ পোলাও"। ১১৩০-১২০০ টার মধ্যে যাবেন তাহলে ভীতরে বসে খেতে পারবেন নাহলে চেয়ারের জন্য ১ ঘন্টা অপেক্ষা করতে হবে।

৩| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:২৯

টাউরা সাফা বলেছেন: চকবাজার থেকে মেীলভী বাজার গিয়ে কারও থেকে প্রশ্ন করলে দেখিয়ে দেবে ।।

৪| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৩

আতা2010 বলেছেন: Click This Link
মেয়েরা নিজেরা টাইট ফিটিং বোরকা পড়লেও সে চায় না তার স্বামী দাড়ি , টুপী ওয়ালা হুজুর হোক।

৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:১০

মইনুল১০২ বলেছেন: আপ্নি বানলাদেশের যে জায়গাতে তাকুন না কেন চানখারপুল এ চলে আসবেন। তারপর রিক্সা যোগে নিচের চবি মত চলে আসবেন। মিটফোরর্্ডের আগে বেচারাম দেউরীর উত্তর মোড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.