নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বো-লোগার

ইফতেখার রাজু

বো-লোগার

ইফতেখার রাজু › বিস্তারিত পোস্টঃ

রহমান স্যার ও গুয়েশ্বর বাবু

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

শৈশবে প্রাইমারিতে পড়াকালীন সময়ে ক্লাসে প্রিয় রহমান স্যার প্রায়ই একটি কথা বলতেন, ‘গরুর গাড়িতে চিনির বস্তা, গরু মিঠা বুঝে না’। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিএনপির গুবরে নেতা গুয়েশ্বরের গলা ফাটানো মন্তব্যে আজ এতদিন পর হঠাৎ ওই প্রবচনটির মিল খুঁজে পেলাম। বিএনপি কত বড় গরু সংগঠন হলে বিএনপি প্রধান নিজে ও পরম্পরায় তার হালের বলদগুলো প্রাণের মুক্তিযুদ্ধে নিহত শহীদ বুদ্ধিজীবীদের জাতীয় অবদানকে অস্বীকার করতে পারে। বিষয়টি ঠিক এমন, গরু যেমন গাড়িতে থাকা মূল্যবান চিনির স্বাদ বুঝে না, তেমনি বিএনপি’ও এর রাজনীতির ঝুঁলিতে জমা স্বাধীনতা ও জাতীয়তাবাদের কচুটাও বুঝে না।

অথচ ৭১ এ মহান মুক্তি আন্দোলেনে বিএনপির নির্মাতা জিয়াউর রহমানের ত্যাগ ও ১৪ ডিসেম্বরে নিহত জাতীয় সূর্যসন্তানদের আত্মদান নিয়ে দলটি গর্ব, দম্ভ করতে পারতো। কিন্তু তা না করে বরং বিজয়ের ৪৪ বছর পর এসে মীমাংসিত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে বিএনপি প্রকারান্তে নিজেকে খাদের কিনারে নিয়ে যাচ্ছে। আর এতদিন যে আ.লীগ বলে আসছে, ‘বিএনপি কখনো প্রকৃত স্বাধীনতা চায়নি’, সেই চরম সত্যি কথাটাকে প্রতিষ্ঠিত করছে। এর পরেও এদেশে যদি মুক্তিযুদ্ধ বিরোধী কোনো পক্ষ থাকে। এদেরকে খালেদা জিয়া আর গুয়েশ্বয়েরর পিঠে চড়িয়ে সোজা পাকিস্তানের তৃণভূমিতে পাঠিয়ে দেয়া উচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.