নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বো-লোগার

ইফতেখার রাজু

বো-লোগার

ইফতেখার রাজু › বিস্তারিত পোস্টঃ

"আব্বা ডলারের বান্ডিলতো পাইছি কিন্তু ক্যামেরা তো পাইলাম না"

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

এক আমেরিকান, এক জাপানি এবং এক বাংলাদেশি ও তার বাচ্চা জাহাজে করে ভ্রমণে বেরিয়েছেন। হঠাৎ তিনজনের মধ্যে কে সেরা এ নিয়ে বেশ তুলকালাম শুরু হয়ে গেলো। এক পর্যায়ে আমেরিকান ভদ্রলোক নিজেকে সেরা প্রমাণ করতে তার পকেটে থাকা দুই বান্ডিল ডলার সমুদ্রে ফেলে দিলো, তখন বাংলাদেশি ভদ্রলোক বলল "আপনি ডলার গুলি এভাবে ফেলে দিলেন কেন?" তখন আমেরিকান উত্তর দিলেন "ইউএসএতে বিলিয়ন বিলিয়ন ডলার আছে, এটাতো কিছুইনা।" কিছুক্ষণ পর জাপানি ভদ্রলোক তার ‘ডিএসএলআর’ ক্যামেরাটি পানিতে ফেলে দিলেন। তখন বাংলাদেশি ভদ্রলোক বললেন "আপনি ক্যামেরাটি ফেলে দিলেন কেন?" তখন তিনি উত্তর দিলেন "জাপানে বস্তা বস্তা ক্যামেরা আছে, এ তেমন কিছুই না।" এরপর বাংলাদেশি লোকটি তার বাচ্চাকে ঘাড় ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দিলো। তখন বাকি দুই জন অবাক হয়ে নিজের বাচ্চা ছেলেকে ফেলে দেবার কারণ জানতে চাইলেন? তখন বাংলাদেশি উত্তর দিলেন "আমাদের দেশে মানুষের কোনো অভাব নাই, দুই-একটা গেলেও কিছু হয় না।

সাধারণত কৌতুক এখানেই শেষ হয়। কিন্তু এটা এখানেই শেষ নয়…..

কিছুক্ষন পর ভ্রমণকারিরা জাহাজ থেকে নেমে আসবেন এমন সময় তারা লক্ষ করলেন, যে ছেলেটিকে বাংলাদেশি লোকটি ফেলে দিয়েছিলো সে সমুদ্র হতে উঠে এসে বাংলাদেশি ভদ্রলোকটিকে বলছে "আব্বা ডলারের বান্ডিলতো পাইছি কিন্তু ক্যামেরা তো পাইলাম না।"
নোট : বাংলাদেশি ভদ্রলোক মূলত তার ছেলেকে ফেলে দিয়েছিলো ডলার ও ক্যামেরা খুঁজে আনার জন্যই, নদীমাতৃক দেশে আমাদের সব বাচ্চাই সাঁতার জানে। ছেলেটিও জানতো, তার বাবা সে সুযোগটাই নিয়েছিল। আমরা সত্যিই চালাক। আর বাংলাদেশে কোন অঞ্চলের মানুষ সত্যি চালাক তা সবার জানা আছেতো?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।

তবে আঞ্চলিকভাষা হলে বুঝতে পারতাম কোন অঞ্চলের মানুষ বেশী চালাকা।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

ইফতেখার রাজু বলেছেন: আচ্ছা এইবার বলুন, আব্বা ডলার হাইছি, ক্যামেরা হাই ন। এটা কোন অঞ্চলের ভাষা।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ একমাত্র হতভাগ্য দেশ।
যে দেশবাসী নিজেদের দেশকে অসম্মান করে কৌতুক বানায়।
শত্রু দেশকে খুসি করতে নিজদের শহিদের সংখ্যা কমিয়ে বলে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

ইফতেখার রাজু বলেছেন: ভাই এভাবে ঝড়ের বেগে সব গুলিয়ে ফেললে চলবে? কিসের সঙ্গে কি মেলালেন। পৃথিবীর নানান দেশের হাস্যরস বিষয়ে জানাশোনা থাকলে হয়তো এমন বলতেন না। আপনি একটু বলবেন কি পৃথিবীর কোন সভ্যজাতি নিয়ে কৌতুক-হাস্যরস-তিক্ততা হয়নি। সবমিলে পুরো একটা জাতি ও তার সংস্কৃতি। হাস্যরসে কোনো বাইবেল নেই, পাপবোধ নেই।
আর শহীদের সংখ্যা নিয়ে আমার একটি নিবন্ধ আছে ---পড়বেন প্লিজ। সবকিছুর এত সরলীকরণ করে ফেললেতো বিপদ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

ইমরান আশফাক বলেছেন: ঠিকই ধারনা করেছিলাম।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

ইফতেখার রাজু বলেছেন: কি ধারণা করেছিলেন ভাই?

৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নোয়াখালীর ভাই, নোয়াখালীর!!!

২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

ইফতেখার রাজু বলেছেন: হতে পারে। নোয়াখালীর মানুষ চালাক অনেক। সেজন্য ওই অঞ্চলের মানুষদের জাপানী বলা হয়ে থাকে। উপকূলীয় জেলা বলে সেখানকার স্থানীয়রা আয়োডিনযুক্ত লবণ খায়, তাই বুদ্ধিও বেশি। ধন্যবাদ। আর দেশের রাজনীতি ও প্রশাসনে উর্ধ্বতন কর্তা ব্যক্তিদের দেখলে বুঝা যায়, এরা সবক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। জয়তু নোয়াখালী। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.