নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বো-লোগার

ইফতেখার রাজু

বো-লোগার

ইফতেখার রাজু › বিস্তারিত পোস্টঃ

ফিরবো না অলিন্দে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭



ভোরের কাগজে প্রকাশের লিংক Click This Link
বৈশাখী আকাশে মেঘের বালুচর ছিঁড়ে বৃষ্টি নামে নূপুরের শব্দের মতন
আর কেউ বৃষ্টি জলের প্রতিটি শব্দে বুনে যায় সে ভেজা, শুভ্রমুখ,
যে আসেনি ঝড়ো পাখির গান হয়ে, নগ্ন পায়ে বৃষ্টিতে পাহাড়ি ঢলে।

বৃষ্টি ছুঁয়ে দেয় প্রগাঢ় হয়ে হৃদয়ের গহীন, ঝরে পড়ে আমের মকুল,
আর কেউ হৃদয়ের পাড় ভেঙ্গে ভেঙ্গে যায়, রাজপথের ঝরা পাতায় দু:খ রেখে,
আর কেউ নেই দাঁড়িয়ে অপেক্ষায়, তখন চোখেল জল বৃষ্টি হয়ে যায়।

গলির মুখে বেওয়ারিশ নেড়ি কুকুর, আবর্জনার স্তূপের সব কাক নীড়ে ফিরে
তখন কেউ একা থাকে নির্লিপ্ত দাঁড়িয়ে, কস্মিনকালেও আর ফিরবে না বলে,
বৃষ্টি হয়ে অলিন্দে ফোটা ঝুমকোলতায় অন্য কারো উষ্ণতা।

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগা রইল

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

ইফতেখার রাজু বলেছেন: আপনিও ভালো থাকুন

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

ইফতেখার রাজু বলেছেন: অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর কবিতা। শুভকামনা রইলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

ইফতেখার রাজু বলেছেন: আপনার কবি সত্তা রয়েছে.<<<<<<<< তাই সুন্দর মনে হয়েছে।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

ইফতেখার রাজু বলেছেন: চমৎকার উৎসাহ দেবার জন্য ধন্যবাদ

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

অগ্নি কল্লোল বলেছেন: ভাল লেখনি!!
৯/১০।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

ইফতেখার রাজু বলেছেন: ভাললাগা আপনাকে

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

নেক্সাস বলেছেন: চমৎকার কবিতা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

ইফতেখার রাজু বলেছেন: আপনারও চমৎকার অনুভূতি। সঙ্গে থাকুন।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

ঐন্দ্রিলা নিশাত বলেছেন: ভাল কবিতা। সুন্দর

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

ইফতেখার রাজু বলেছেন: ধন্যবাদ। প্রেমের কবিতা আপনার ভালো লাগে? কবিতাটিতে ফিরে না যাবার আকুতি রয়েছে।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

জিমার পেঙ্গুইন বলেছেন: কবিতায় ভাললাগা অনেক

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

ইফতেখার রাজু বলেছেন: আপনার অনুভূতি সঙ্গে মিলেছে নাকি ভাই?

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

দারুণ কবিতা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

ইফতেখার রাজু বলেছেন: দারুণ করে আপনার অনুভূতি প্রকাশের জন্য ধন্যবাদ

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে । লিংকটা কবিতার নিচে দিলে ভাল লাগতো ।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

দারা শিকো বলেছেন: খুবই সুন্দর :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

ইফতেখার রাজু বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৮

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৭

ইফতেখার রাজু বলেছেন: উল্টো কথা না বলে আমার লাইনে অনুভূতি প্রকাশের জন্য আপনাকে সাধুবাদ

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

আহসানের ব্লগ বলেছেন: +++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

ইফতেখার রাজু বলেছেন: ধন্যবাদ

১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

দেবজ্যোতিকাজল বলেছেন: খবশ্যই ভাল । তবে আরও ভাল হতে পারত

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫

ইফতেখার রাজু বলেছেন: প্রশংসা শিরোধার্য বস,

১৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

লুতপাইন বলেছেন: ভাল কবিতা :)

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬

ইফতেখার রাজু বলেছেন: ধন্যবাদ।

১৬| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

ফেরদৌস প্রামানিক বলেছেন: গলির মুখে বেওয়ারিশ নেড়ি কুকুর, আবর্জনার স্তূপের সব কাক নীড়ে ফিরে
তখন কেউ একা থাকে নির্লিপ্ত দাঁড়িয়ে, কস্মিনকালেও আর ফিরবে না বলে,
বৃষ্টি হয়ে অলিন্দে ফোটা ঝুমকোলতায় অন্য কারো উষ্ণতা। - এ লাইনগুলোর জন্য মুগ্ধতা রেখে গেলাম!

১৭| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮

ইফতেখার রাজু বলেছেন: আপনার মুগ্ধতা আমি গায়ে মেখে নিলাম। কিন্তু আমার এ লাইনগুলোই ভালো লাগে ##

বৃষ্টি ছুঁয়ে দেয় প্রগাঢ় হয়ে হৃদয়ের গহীন, ঝরে পড়ে আমের মকুল,
আর কেউ হৃদয়ের পাড় ভেঙ্গে ভেঙ্গে যায়, রাজপথের ঝরা পাতায় দু:খ রেখে,
আর কেউ নেই দাঁড়িয়ে অপেক্ষায়, তখন চোখেল জল বৃষ্টি হয়ে যা.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.